Milkman Spits in Milk Viral Video: জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড...দেখুন ভিডিও

Last Updated:

Milkman Spits in Milk Viral Video: এক দুধওয়ালাকে দুধে থুতু মেশাতে দেখা গেল সিসিটিভি ফুটেজে। অভিযুক্ত মোহাম্মদ শরিফ ওরফে পপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী করেছিল এই দুধওয়ালা? জানুন বিস্তারিত...

জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড...দেখুন ভিডিও
জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড...দেখুন ভিডিও
লখনউ: সম্প্রতি দুধে থুতু মিশিয়ে বিক্রি করার অভিযোগে পপ্পু ওরফে মোহাম্মদ শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। এই জঘন্য ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি দুধে থুতু ফেলছে।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। একজন দুধওয়ালাকে দেখা গিয়েছে দুধে থুতু ফেলতে, যা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে। এই ঘটনা সামনে আসে যখন গোমতীনগরের বাসিন্দা লভ শুক্লা তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখেন, দুধওয়ালা দুধ সরবরাহের আগে তাতে থুতু ফেলছে। শনিবার সকালে ভিডিওটি দেখে তিনি সঙ্গে সঙ্গে গোমতীনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মোহাম্মদ শরিফকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
advertisement
advertisement
থানা ইনচার্জ ব্রজেশ তিওয়ারি জানান, অভিযুক্তকে জেরা করা হচ্ছে এবং তদন্ত চলেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যার ফলে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।
এই ধরণের ঘটনা নতুন নয়। গত বছর উত্তরপ্রদেশের সাহারানপুরে এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে রুটিতে থুতু ফেলতে দেখা গিয়েছিল।
advertisement
এছাড়াও গাজিয়াবাদে এক জুস বিক্রেতার বিরুদ্ধে প্রস্রাব মিশিয়ে জুস বিক্রির অভিযোগ উঠেছিল। নয়ডাতেও দু’জনকে জুসে থুতু মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা হয়। এইসব ঘটনার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব খাদ্যপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেন।
advertisement
তিনি আরও নির্দেশ দেন যে রেস্তোরাঁ, হোটেল ও ধাবার কর্মীদের পুলিশের ভেরিফিকেশন আবশ্যক এবং যারা রান্না করেন বা খাবার পরিবেশন করেন, তাদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।

 

View this post on Instagram

 

A post shared by NDTV India (@ndtvindia)

advertisement
সুরক্ষা ও শাস্তির দাবি এই সাম্প্রতিক ঘটনার পর আবারও খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ দাবি তুলেছে, এমন জঘন্য কাজে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Milkman Spits in Milk Viral Video: জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড...দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement