Snake Funny Video: সাপের এমন অভিনয় আগে দেখেছেন? হালকা স্পর্শ পেতেই মৃত্যুর অভিনয়, লুটিয়ে পড়ল মাটিতে! দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Snake Funny Video: এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক পোষা সাপ মালিকের হালকা স্পর্শে এমনভাবে পড়ে যায় যেন মৃত্যুর অভিনয় করছে! নেটিজেনরা একে বলছেন ‘অস্কার যোগ্য পারফর্মার’। ভিডিওটি হাসির রোল তুলেছে ইন্টারনেট জগতে...
Snake Funny Video: সকালবেলা ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে আচমকা থেমে গেলেন রাহুল। ভিডিওটির থাম্বনেলেই একটি সাপকে দেখা যাচ্ছে মুখ হাঁ করে পড়ে থাকতে। “এবার আবার কী কাণ্ড!” – বলে কৌতূহল নিয়ে ক্লিক করলেন তিনি।
ভিডিও শুরু হতেই দেখা গেল এক পোষা সাপ, মালিকের হালকা স্পর্শে হঠাৎই জিভ বের করে এমনভাবে পড়ে গেল যেন কোনো সিনেমার নায়ক গুলিবিদ্ধ হয়ে গেলেন! এরপর সে পিঠে গড়িয়ে পড়ে গেল, একেবারে মৃত্যুবরণরত চরিত্রের মতো!
আরও পড়ুন: বিহারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট! বাবার নাম ‘কুত্তা বাবু’! প্রশাসনিক গাফিলতিতে তোলপাড়…
advertisement
advertisement
ভিডিওতে সাপের ‘এক্টিং’ দেখে সোশ্যাল মিডিয়ার হাল বেহাল। ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ছুঁয়েছে ৪ লক্ষের কাছাকাছি, আর কমেন্টে ভরপুর “Give him an Oscar”, “10 Points to Slytherin!”, “This snake is more dramatic than my ex!” ইত্যাদি মজাদার মন্তব্যে। কিছুজন তো একে বলছেন – “ড্রামা কিং কনস্ট্যান্টাইন”।
কিন্তু প্রশ্ন উঠছে – সত্যিই কি সাপ এমন ট্রেনিং নিতে পারে?
advertisement
আরও পড়ুন: বলুন তো, সাপ কতদিন পর্যন্ত বাঁচে? কোন সাপের আয়ু সবচেয়ে বেশি! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…
বিশেষজ্ঞদের মতে, সাপেরাও নির্দিষ্ট রিফ্লেক্স এবং প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাতে পারে। যদিও কুকুর বা বিড়ালের মতো সহজে শেখানো যায় না, তবে ধারাবাহিক অভ্যাসে কিছু ‘conditioned reflex’ তৈরি হতে পারে। এই ভিডিওর সাপটিও সম্ভবত বারবার একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে এবং শেষে এমন প্রতিক্রিয়া ‘শিখে’ নিয়েছে।
advertisement
advertisement
মানুষ-সাপের সম্পর্ক নতুনভাবে ভাবাচ্ছে সবাইকে। কেউ কেউ লিখছেন, “একে দেখে তো এখন পোষা সাপ রাখতেই ইচ্ছে করছে!” আবার অনেকে বলছেন, “ভয় পেলেও, এমন সাপ হলে একটু ভাবা যায়!”
এই ভিডিও শুধু ভাইরালই নয়, সাপ নিয়ে মানুষের দীর্ঘদিনের ভয় ও ভুল ধারণাকেও চ্যালেঞ্জ জানিয়েছে। হয়তো ভবিষ্যতে “ডগি” আর “ক্যাটি” ছাড়াও “স্নেকি” থাকবে পোষা প্রাণীর তালিকায়!
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Funny Video: সাপের এমন অভিনয় আগে দেখেছেন? হালকা স্পর্শ পেতেই মৃত্যুর অভিনয়, লুটিয়ে পড়ল মাটিতে! দেখুন ভিডিও...