Dog Babu Viral News: বিহারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট! বাবার নাম ‘কুত্তা বাবু’! প্রশাসনিক গাফিলতিতে তোলপাড়...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Dog Babu Viral News: বিহারে RTPS পোর্টাল থেকে ‘ডগ বাবু’ নামে একটি রেসিডেন্স সার্টিফিকেট জারি হয়েছে, যেখানে পিতার নাম লেখা হয়েছে ‘কুত্তা বাবু’। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। সার্কেল অফিসার তদন্তের আশ্বাস দিয়েছেন, বিস্তারিত জানুন...
পাটনা: বিহারে নাগরিক নথি সংশোধনের জন্য ‘স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রি’ (SIR) প্রকল্পের অধীনে একটি বড়সড় প্রচার চলছে। এই প্রকল্পের আওতায় নাগরিকদের তাদের সরকারি নথি খতিয়ে দেখার এবং প্রয়োজনে সংশোধনের আহ্বান জানানো হয়েছে। তবে এই প্রক্রিয়ার মধ্যেই উঠে এসেছে এক বিস্ময়কর ঘটনা।
পটনা জেলার কাছাকাছি মাসৌরি শহরে RTPS (Right to Public Services) পোর্টালে এক অদ্ভুত রেসিডেন্স সার্টিফিকেট জারি হয়েছে। সেই সার্টিফিকেটে নাম লেখা আছে ‘ডগ বাবু’ এবং পিতা ও মাতার নাম উভয়ই ‘কুত্তা বাবু’। আশ্চর্যের বিষয়, সার্টিফিকেটে একটি কুকুরের ছবিও সংযুক্ত আছে। ঠিকানা দেওয়া রয়েছে: কউলিচক, ওয়ার্ড নম্বর ১৫, নগর পরিষদ মাসৌরি।
advertisement
আরও পড়ুন: বলুন তো, সাপ কতদিন পর্যন্ত বাঁচে? কোন সাপের আয়ু সবচেয়ে বেশি! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…
advertisement
সবচেয়ে আশঙ্কাজনক দিক হল— এই সার্টিফিকেটে মাসৌরি রাজস্ব দফতরের অফিসার মুরারি চৌহানের ডিজিটাল সইও রয়েছে, যা প্রমাণ করে যে এটি কোনও এডিট করা মজার কাণ্ড নয়, বরং একটি প্রকৃত ও যাচাইকৃত নথি।
advertisement
এই ঘটনার পর প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে কীভাবে এমন সার্টিফিকেট জারি হলো। কারণ ডিজিটাল সই শুধুমাত্র সংশ্লিষ্ট অফিসারের নির্দিষ্ট ‘ডংগল’ ব্যবহার করেই সম্ভব, ফলে প্রশ্ন উঠছে — সেই ডংগল কেউ অভ্যন্তরীণভাবে অপব্যবহার করেছে, না কি RTPS পোর্টালেরই কোনও প্রযুক্তিগত ত্রুটি ঘটেছে?
advertisement
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সার্টিফিকেট নম্বরটি মূলত দিল্লির এক মহিলার নামের সঙ্গে সংযুক্ত ছিল। তাঁর আধার নম্বর এবং স্বামীর আইডি-ও ডেটাবেসে আপলোড করা ছিল, ফলে এটি নথি বিকৃতি বা তথ্য পরিবর্তনের সম্ভাবনা জোরদার হয়েছে।
এই বিষয়ে মাসৌরির সার্কেল অফিসার প্রভাত রঞ্জন সংবাদমাধ্যমে জানান, “এটি নিছক কৌতুক নয়, বরং এক গুরুতর প্রশাসনিক ত্রুটি। তদন্তে প্রমাণ মিললেই RTPS অপারেটর থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। FIR দায়ের করা হবে।”
advertisement
উল্লেখ্য, এটাই প্রথম নয়। বিহারের মুঙ্গের জেলাতেও কিছুদিন আগে ‘সোনালিকা ট্র্যাক্টর’-এর নামে রেসিডেন্স সার্টিফিকেট জারি হওয়ার ঘটনা সামনে এসেছিল।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। কেউ লিখেছেন, “যদি ডগ বাবু সার্টিফিকেট পেতে পারেন, তাহলে ব্যাটি দিদির রেশন কার্ড বা গাই মাতার ড্রাইভিং লাইসেন্স পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।”
এই সমস্ত ঘটনার পর মানুষ প্রশ্ন তুলছেন RTPS পোর্টালের সাইবার সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে। অনেকেই পরামর্শ দিচ্ছেন, এই পোর্টালে ডিজিটাল ফায়ারওয়াল বা উন্নত অ্যান্টি-ভাইরাস ব্যবস্থার প্রয়োজন রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dog Babu Viral News: বিহারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট! বাবার নাম ‘কুত্তা বাবু’! প্রশাসনিক গাফিলতিতে তোলপাড়...