Snake: বলুন তো, সাপ কতদিন পর্যন্ত বাঁচে? কোন সাপের আয়ু সবচেয়ে বেশি! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Snake: সাপের আয়ু প্রজাতি ও পরিবেশের উপর নির্ভর করে। সাধারণত সাপ ৫ থেকে ১৫ বছর বাঁচে, তবে কারও আয়ু ৪০ বছর পর্যন্ত হতে পারে। মধ্যপ্রদেশের এক বিশেষজ্ঞের মতে, সাপের আয়ু বোঝা যায় চামড়া ও আকার দেখে, বিস্তারিত জানুন...
advertisement
আমরা প্রায়ই সাপ সম্পর্কে নানা কথা শুনে থাকি, কিন্তু কখনও কি ভেবেছেন যে একটি সাপ ঠিক কত বছর বাঁচে? কিংবা কিভাবে তাদের বয়স নির্ধারণ করা যায়? আমাদের মধ্যে অনেকেই মানুষের গড় আয়ু সম্পর্কে জানেন, কিন্তু সাপের বয়স নিয়ে সচেতনতা তুলনামূলকভাবে কম। এবার মধ্যপ্রদেশের একজন সাপ বিশেষজ্ঞ এই বিষয়টি নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এনেছেন।
advertisement
মধ্যপ্রদেশের খারগোন জেলার মন্ডলেশ্বর এলাকার বাসিন্দা মহাদেব গত ৯ বছর ধরে সাপ উদ্ধার এবং তাদের ওপর গবেষণা করছেন। তিনি জানান, ভারতে প্রায় ২৭০ প্রজাতির সাপ পাওয়া যায়। এদের মধ্যে কিছু যেমন গার্ডেন স্নেক, সহজেই আবাসিক এলাকায় দেখা যায়, আবার কিছু গভীর অরণ্যে বাস করে বা এতটাই বিরল যে সেগুলিকে খুঁজে পাওয়াই কঠিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement