Picture Puzzle: ছবিতে কী দেখছেন! একটি মেয়ে না একটি মানুষের মুখ, আপনার মনের খবর দেবে এই ছবি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Picture Puzzle: বলা হচ্ছে, যে মানুষটি যে ছবিটি আগে দেখছেন, তাঁর মনের গঠন সেভাবেই বিশ্লেষণ করছেন মনোবিদরা।
#কলকাতা: চোখের পরীক্ষা করতে অপটিক্যাল ইলিউশনের জুড়ি মেলা ভার। এতে যে শুধু চোখের পরীক্ষা হয়, তা কিন্তু নয়, এতে আসলে বোঝা যায়, আপনার মনের ভিতরে কী চলছে। অর্থাৎ ছবিতে আপনি প্রথমে কী দেখছেন, সেটির উপর আপনার মনের অনেক কিছু নির্ভর করে। সাম্প্রতিক সময়ে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ঘিরে অনেকেই বেশ নিজেকে পরীক্ষা করতে বসে গিয়েছেন বা অন্যের সঙ্গে পরীক্ষা নিতে চাইছেন। এই ছবিটিতে দেখা যাচ্ছে দু-রকমের জিনিস। প্রথমে দেখা যাচ্ছে, একটি মুখ, যেটি একটি লোকের। আবার তার মধ্যে দেখা যাচ্ছে একটি মেয়ে বসে বই পড়ছে। বলা হচ্ছে, যে মানুষটি যে ছবিটি আগে দেখছেন, তাঁর মনের গঠন সেভাবেই বিশ্লেষণ করছেন মনোবিদরা।
একটি মানুষের মুখ
একটি মানুষের মুখ যদি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনি খুবই ইমোশনাল একজন মানুষ। কিন্তু আপনার মধ্যে রয়েছে বিভিন্ন ইমোশনের ব্যালেন্স। আপনি অত্যন্ত খারাপ পরিস্থিতিও ভীষণ সহজে, বুদ্ধি দিয়ে বিচার করতে পারেন। আপনি চ্যালেঞ্জে ভয় করেন না। আপনার মধ্যে স্থৈর্য আছে। আপনি অনেক লোককে সাহস যোগান দেন। আপনার কয়েকটি খামতির দিক হয়ত আছে। আপনার মধ্যে যখন নানা ভাবনাচিন্তা এসে ভিড় করে, তখন আপনি ভিড় থেকে নিজেকে সরিয়ে নিতে চান।
advertisement
advertisement
একটি মেয়ে বই পড়ছে
আপনি যদি দেখেন, একটি মেয়ে বই পড়ছে, তাহলে বুঝবেন আপনি একজন বুদ্ধিমান মানুষ। আপনি পড়তে ভালবাসেন ও নতুন নতুন জিনিস আবিষ্কারের দিকে আপনার আগ্রহ আছে। আপনার যদি কোনও বিষয়ে আগ্রহ জন্ম নেয়, তাহলে আপনি আগেই সেই বিষয়ের উপর ঝাঁপ দেন। যত বেশি সম্ভব জ্ঞান আহরণ করার দিকেই আপনার নজর। আপনার একটি বিষয় হল, আপনার যে জিনিসগুলি পছন্দ নয়, সেদিকে আপনি যেতেও চান না। আপনি মাঝে মধ্যেই আপনার চারপাশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে নিতে ভালবাসেন।
advertisement
আরও পড়ুন: স্ত্রী কথায়-কথায় সন্দেহ করে! রাগে-দুঃখে মেয়েকে গলায় ফাঁস দিয়ে সেই দড়িতেই ঝুললেন পুলিশকর্মী
একটি টেবল
আপনার চোখে যদি প্রথমবারের জন্য একটি টেবিল ও টেবিলের উপর সাদা চাদর নজরে পড়ে, তা হলে বুঝতে হবে আপনিও একজন ভাল শ্রোতা। আপনি নিজের পরিসরে অন্যের প্রবেশের অনুমতি দেন। আপনার এই স্বভাবের জন্য আপনার বন্ধুরা ভীষণ খুশি হন। আপনার কথাবার্তা চালানো ক্ষমতা অসাধারণ। তবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন ভাল নয়।
advertisement
একটি চেয়ার
আপনি যদি সবার প্রথমে একটি চেয়ার দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনি জীবনকে একটু অন্য ভাবে দেখতে চান। তবে আপনার একটি কোনও নির্দিষ্ট বিষয়ে বেশিদিন মন টেকে না, এটিই আপনার বড় একটি সমস্যার কারণ।
Location :
First Published :
April 02, 2022 6:51 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Picture Puzzle: ছবিতে কী দেখছেন! একটি মেয়ে না একটি মানুষের মুখ, আপনার মনের খবর দেবে এই ছবি