মহিলাদের জন্য সোলো ট্রিপের জন্য ভারতের ৪টি নিরাপদ জায়গার খোঁজ

Last Updated:

বেড়াতে গিয়ে থাকা , খাওয়া এবং ঘোরার ক্ষেত্রে হস্টেল হল মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ থাকার জায়গা। tips for solo women traveler

আধুনিক প্রগতিশীল যুগে মহিলারা আগের থেকে অনেক বেশি সাহসী এবং স্বাবলম্বী হয়ে উঠেছে।  তারা অনেকে কোনো সঙ্গ ছাড়া একাই ভ্রমণ করতে বেশি কমফোর্টেবল ফিল  করেন।  তাই সম্প্রতি মহিলা সোলো ট্রাভেলারদের সংখ্যা অনেক বেড়ে গেছে। মহিলাদের বেড়াতে যাওয়ার সুবিধার জন্য অনেক ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে তাদের যাত্রা নিরাপদ হয়। কিন্তু তা সত্বেও এটা বলা ভুল হবে যে তাদের রিস্ক ফ্যাক্টর একদমই নেই।  এক্ষেত্রে একটা চিন্তার বিষয় রয়েই গেছে।  মহিলাদের জন্য নিরাপদ বেড়াবার জায়গা নিয়ে আজও অনেকে রিসার্চ চালিয়ে যাচ্ছেন।
বেড়াতে গিয়ে থাকা , খাওয়া এবং ঘোরার ক্ষেত্রে হোস্টেল হল মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ থাকার জায়গা। এর কারণ হলো এই হোস্টেলগুলোর চারপাশে অনেক লোকজনের বাস।  তাছাড়া দোকান পাঠ , হোটেল , রেস্টুরেন্ট এদিকে ওদিকে ছড়িয়ে আছে। goSTOPS এর প্রতিষ্ঠাতা এবং সিইও পল্লবী আগরওয়ালের মতে এই ধরণের হোস্টেলগুলো সাধারণত অল্পবয়সি মহিলাদের জন্যই বানানো হয়।  এইরকম জনবহুল এলাকা মহিলাদের বেশি পছন্দ।
advertisement
বিশেষ করে সোলো মহিলা যাত্রীদের জন্য তৈরি এই হোস্টেল এবং ড্রমসগুলো সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করা হয়।
advertisement
সোলো ট্রাভেলার হিসাবে আপনি যদি দুটোই একসাথে নিরাপদ পেতে চান যেমন হোস্টেল এবং বেড়ানোর জায়গা  , তাহলে goSTOPS এবং Zostel হল আপনার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ঠিকানা।
বারাণসী :
সোলো ট্রাভেলারদের জন্য দারুন বেড়াবার জায়গা এই বারাণসী । এখানকার ইতিহাস এবং পুরোনো ঐতিহ্য মানুষকে বারবার  তার দিকে আকর্ষণ করে। মন ভালো করা পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরকে বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহর বলে মনে করা হয়।
advertisement
জয়পুর :
যদি বিলাসবহুল লাইফস্টাইল আর রাজকীয় খাবারের স্বাদ পেতে চান তবে অবশ্যই একবার জয়পুর ঘুরে আসুন।  বিশ্বের সমস্ত জায়গা থেকে আসা পর্যটকদের ভিড় জমে এখানে। সঙ্গে আছে রাস্তার ধারের জনপ্রিয় টেস্টি খাবার , উৎসব ঘেরা পরিবেশ, জয়পুরের বিখ্যাত জমকালো মেলার আয়োজন আরো কত কি।  এখানে বেড়াতে এলে এখানকার জনপ্রিয় ডাল বাটি টেস্ট করতে ভুলবেন না কিন্তু। সোলো মহিলা ট্রাভেলারদের জন্য জয়পুর খুবই নিরাপদ এবং পছন্দের জায়গা।
advertisement
আলেপ্পি :
কেরালার এই সুন্দর সাজানো শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ,স্থাপত্য  ঝকঝকে হ্রদ, উপত্যকা সবার মন কাড়ে। হাজার হাজার হাউজবোটের কেন্দ্রস্থল সবুজে সাজানো এই সুসজ্জিত শহরটি আপনার জন্য নিরাপদ এবং সবচেয়ে সুন্দর জায়গা। তাই ধরেই না করে ঘুরে আসুন এই শহরে আর প্রকৃতির শান্তরূপকে উপভোগ করুন।
advertisement
মুসৌরি :
প্রাকৃতিক বৈচিত্রময় পাহাড়ের শহর নাম পরিচিত উত্তরাখণ্ডের এই হিল স্টেশনটি  মন ভালো করার সবচেয়ে উপযুক্ত জায়গা। মুসৌরি থেকে কেম্পটি ফলস যেতে একটি নির্জন গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও অল্প দূরত্বে অবস্থিত অজস্র জঙ্গল ট্রেইল, স্ট্রিমস  এবং মিনি ওয়াটারফলস একটা ছবির মতো লাগে। সোলো মহিলা ট্রাভেলারদের জন্য সেখানে হোস্টেল সুবিধা আছে , সঙ্গে পেয়ে যাবেন একটি ভিনটেজ কমন রুম, বনফায়ার এবং অন্যান্য আউটডোর এরিয়া এবং গভীর রাতে মিটআপের জন্য একটি হবিট হাউস রয়েছে।  কিছুদিন কাটিয়ে আসুন এমন শান্ত পরিবেশে।  মহিলাদের জন্য খুবই নিরাপদ এবং আদর্শ এই মুসৌরি শহর।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহিলাদের জন্য সোলো ট্রিপের জন্য ভারতের ৪টি নিরাপদ জায়গার খোঁজ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement