হোম /খবর /পাঁচমিশালি /
মহাবীর মন্দিরে ড্রোন দিয়ে হবে পুষ্প বর্ষণ! রাম নবমীতে কখন সেই শুভক্ষণ?

Ram Navami 2023: মহাবীর মন্দিরে ড্রোন দিয়ে হবে পুষ্প বর্ষণ! রাম নবমীতে কখন সেই শুভক্ষণ? কখন খুলবে মন্দিরের প্রধান দরজা?

পাটনার মহাবীর মন্দিরে র্যাম নবমীর প্রস্তুতি

পাটনার মহাবীর মন্দিরে র্যাম নবমীর প্রস্তুতি

Ram Navami 2023: গোটা দেশ থেকে ভিড় করে আসা শ্রী রামের ভক্তরা রাম জন্মোৎসব উপলক্ষে মহাবীর মন্দিরে হাজির হন বছরের এই সময়ে। হনুমানের দুটি মূর্তি দিয়ে ফুল বর্ষণের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন তাঁরা। এবার মহাবীর মন্দিরে চার লাখেরও বেশি ভক্ত সমাগমের সম্ভাবনা।

আরও পড়ুন...
  • Share this:

পাটনা: পুরুষোত্তম শ্রী শ্রী রামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে পাটনার মহাবীর মন্দিরে। গোটা দেশ থেকে ভিড় করে আসা শ্রী রামের ভক্তরা রাম জন্মোৎসব উপলক্ষে মহাবীর মন্দিরে হাজির হন বছরের এই সময়ে। হনুমানের দুটি মূর্তি দিয়ে ফুল বর্ষণের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন তাঁরা। এবার মহাবীর মন্দিরে চার লাখেরও বেশি ভক্ত সমাগমের সম্ভাবনা।

২০ হাজার কেজি নৈবেদ্য প্রস্তুত করা হচ্ছে এই পুজো উপলক্ষে। গর্ভগৃহ খোলার আগে জাগরণ আরতি হবে। এর পর শুরু হবে দর্শন। মহাবীর মন্দির থেকে বীর কুনওয়ার সিং পার্ক পর্যন্ত লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে দর্শনার্থীদের জন্য।

আরও পড়ুন: ঝালমুড়ি তো খান...! ইংরেজি অর্থ জানেন? বলতে গিয়ে ঘেমে-নেয়ে হিমশিম অধিকাংশই! এবার পালা আপনার!

মহাবীর মন্দির ন্যাস-এর সেক্রেটারি আচার্য কিশোর কুণাল জানিয়েছেন, এবার ড্রোন থেকে পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে রঘুবীরের জন্ম অনুষ্ঠান সংঘটিত হবে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্ম উপলক্ষে, রামনবমীর দিন মহাবীর মন্দির প্রাঙ্গণে ড্রোনের মাধ্যমে ফুল বৃষ্টির ব্যবস্থা রাখা হয়েছে। এমন দৃশ্য র্যাম জন্মের শুভক্ষণে দেবতাদের পুষ্পবৃষ্টির অনুভূতি দেবে।

ত্রেতাযুগে বিষ্ণু অবতার শ্রীরাম। আগামিকাল বৃহস্পতিবার ৩০মার্চ, সকাল ১0:00 টা থেকে ২:০০ টো পর্যন্ত, মহাবীর মন্দিরে পূজার জন্য স্থাপিত করা হবে রামের চূড়া, পতাকা। শিশু রূপের উপর ফুল বর্ষণ করতে ড্রোন ব্যবহার করা হবে।

মহাবীর মন্দিরের গর্ভগৃহ খোলা হবে দুপুর ২ টোতে। রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে। গর্ভগৃহ খোলার আগে জাগরণ আরতি হবে। এর পর শুরু হবে দর্শন। প্রাপ্ত তথ্য অনুসারে, সকাল ১১:৫০ থেকে দুপুর ১২:২০ পর্যন্ত মহাবীর মন্দিরে ভগবান রামের জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত মন্দিরে ফুল বর্ষণ থেকে শুরু করে পূজা-অর্চনা, পতাকা পরিবর্তন, জন্মোৎসব আরতি, প্রসাদ বিতরণ। অর্থাৎ এই চার ঘণ্টায় রাম জন্মোৎসবের অনুষ্ঠান সম্পন্ন হবে।

১২টি কাউন্টার থেকে সুষ্ঠুভাবে নৈবেদ্য সংগ্রহ করতে হবে :

অযোধ্যার পর দেশে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় পাটনার এই মহাবীর মন্দিরে। এবার মহাবীর মন্দিরে চার লাখের বেশি ভক্তের আগমনের সম্ভাবনা রয়েছে। এ জন্য ২০ হাজার কেজি নৈবেদ্যম প্রস্তুত করা হচ্ছে। ভক্তদের কাছে নৈবেদ্যম সহজলভ্য করার জন্য, মহাবীর মন্দির থেকে বীর কুনওয়ার সিং পার্ক পর্যন্ত নৈবেদ্যমের ১২টি কাউন্টার স্থাপন করা হয়েছে। অতএব আপনি যদি রামনবমীর দিন মন্দিরে আসতে না পারেন তবে মন্দিরের ফেসবুক পেজ পাটনামহাবীরমন্দিরে ঘরে বসে জন্মবার্ষিকী এবং পুষ্পবর্ষের সরাসরি সম্প্রচার দেখতে পারেন।

আরও পড়ুন: মেদ গলবে ম্যাজিকে! মুখও হবে ঝলমলে, চকচকে! এই 'একটিমাত্র' Magic Drink খান প্রতিদিন সকালে...

অযোধ্যার পর ভক্তদের সবচেয়ে বেশি উপস্থিতি মহাবীর মন্দিরে। এবার মহাবীর মন্দিরে চার লাখের বেশি ভক্তের আগমনের সম্ভাবনা রয়েছে। এ জন্য ২০ হাজার কেজি নৈবেদ্যম প্রস্তুত করা হচ্ছে। ভক্তদের কাছে নৈবেদ্যম সহজলভ্য করার জন্য, মহাবীর মন্দির থেকে বীর কুনওয়ার সিং পার্ক পর্যন্ত নৈবেদ্যমের ১২টি কাউন্টার স্থাপন করা হবে। আপনি যদি রামনবমীর দিন মন্দিরে আসতে না পারেন তবে কিন্তু মন্দিরের ফেসবুক পেজ পাটনামহাবীরমন্দির-এ গিয়ে ঘরে বসে জন্মবার্ষিকী এবং পুষ্পবর্ষের সরাসরি সম্প্রচার দেখতে পারেন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Patna news, Ram Navami 2023