Durga Puja 2022 || সিউড়ির বসাক বাড়ির পুজো! দুই বাংলার মিলনক্ষেত্র এই নাটমন্দিরেই
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022 : সিউড়ির বসাক বাড়ির পুজোর নাটদালানে বাংলাদেশের হাওয়া। পুজোয় থাকবে ওপার বাংলার আবেগ
#বীরভূম : দুর্গা পুজোর (Durga Puja 2022) রীতিনীতির মধ্যে বীরভূমের সদর শহর সিউড়ির বনেদি বাড়ির দুর্গাপুজো বসাক বাড়ির দুর্গাপুজো আলাদা ঐতিহ্য বহন করে। এই পুজো মানেই দুই বাংলার মিলনক্ষেত্র। বনেদি বাড়ির পুজো রীতি রেওয়াজ ওপার বাংলার। আর সেই ওপার বাংলার রীতি রেওয়াজ সযত্নে সিউড়ির এই বসাক বাড়িতে পালিত হয়ে আসছে।
সিউড়ির বসাক বাড়ির পুজোর নাটদালানে বাংলাদেশের হাওয়া। পুজোয় থাকবে ওপার বাংলার আবেগ। এই বাড়িতেই দশভূজার সঙ্গে এক আসনেই পূজিত হন দেবী মনসা। এ বাড়ির পুজোর গায়ে বাংলার প্রাণের সুর। পদ্মার ঢেউ। দেশভাগের ইতিহাস। এ পুজোর গায়ে ওপার বাংলার গন্ধ। বীরভূমের সিউড়ির মালিপাড়ার বসাক বাড়ির পুজোয় সেই আবেগ, আন্তরিকতা।
advertisement
advertisement
ঢাকার ধামরাই গ্রাম থেকে বীরভূমের সিউড়ি। বাংলাদেশের দশভূজা এখন বসাক বাড়ির নাটমন্দিরেই অধিষ্টিত। মায়ের সঙ্গে একই বেদীতে থাকবেন মা মনসা। পঞ্চমিতে হয় মনসা পুজো। ষষ্ঠিতে মায়ের বোধন।
প্রসঙ্গত, সিউড়িতে আশ্রয় নিয়েই তারা তৈরি করেন দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির তৈরি হয় হুবহু ধামরাই গ্রামের দুর্গা মন্দিরের আদলে। একই রকম বেদি এবং সামনে নাটমন্দির রাখা হয়।
view commentsLocation :
First Published :
September 16, 2022 11:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 || সিউড়ির বসাক বাড়ির পুজো! দুই বাংলার মিলনক্ষেত্র এই নাটমন্দিরেই