Viral Video|| বিশাল বেবি বাম্প নিয়ে সাধের অনুষ্ঠানে হবু মায়ের উদ্দাম নাচ! তুমুল ভাইরাল ভিডিও...

Last Updated:

Pregnant woman's Viral Dance Video: শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইওহানি ডি-সিলভার (Yohani Diloka De Silva) জনপ্রিয় তথা ট্রেন্ডিং সিংহলী গান 'মানিকে মাগে হিথে'-র (Manike Mage Hithe) সঙ্গে কোমর দুলিয়েছেন তিনি নিজের সাধের অনুষ্ঠানে (Bangla News)।

বেবি বাম্প নিয়ে সাধের অনুষ্ঠানে হবু মায়ের নাচ।
বেবি বাম্প নিয়ে সাধের অনুষ্ঠানে হবু মায়ের নাচ।
#ভাইরাল ভিডিও: বিয়ে বাড়িতে বর-কনে নাচছেন বা আত্মীয়েরা নাচছেন (Dance) পরিবারের কোনও আনন্দের অনুষ্ঠানে যোগ দিয়ে, এ ঘটনা খুবই স্বাভাবিক (Bangla News)। বিশেষ করে অবাঙ্গালিদের বিয়ের আগে বর-কনের পাশাপাশি নিকট আত্মীয়রা কোরিওগ্রাফারের কাছে রীতিমতো নাচের তালিম নেন সঙ্গীতের সন্ধ্যায় পারফর্ম করার জন্য। কিন্তু সাধের (baby shower) অনুষ্ঠানে হবু মায়ের (pregnant woman) উদ্দাম নাচ দেখেছেন কখনও (Viral video)?
শুনেই চোখ কপালে উঠছে তো? তাহলে দেখলে কী করবেন? একেবারে ঠিক পড়ছেন, এমনই এক আজব কাণ্ড ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ার  (Social Media) জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর (video content creator) কৃষ্ণা মাধুরি (Krishna Madhuri)। শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইওহানি ডি-সিলভার (Yohani Diloka De Silva) জনপ্রিয় তথা ট্রেন্ডিং সিংহলী গান 'মানিকে মাগে হিথে'-র (Manike Mage Hithe) সঙ্গে কোমর দুলিয়েছেন তিনি নিজের সাধের অনুষ্ঠানে (Bangla News)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি। ইতিমধ্যেই ৯ মিলিয়িন ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।ইনস্টাগ্রামে কৃষ্ণা মাধুরির ফলয়ারের সংখ্যা প্রায় সাড়ে ১৩ লক্ষ (133k Followers)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নস্টাগ্রামে কৃষ্ণা মাধুরি (Krishna Madhuri) তাঁর নিজের সাধের অনুষ্ঠানের একাধিক ভিডিও শেয়ার করেন। তার মধ্যে একটি ভাইরাল হয়ে যায়। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, লাল-হলুদ দক্ষিনী শাড়ি, ভারী গয়নায় সেজেছেন কৃষ্ণা (Bangla News)। একটি নিজের বেবি বাম্প (Baby Bump) সকলের সঙ্গে শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে কৃষ্ণা লিখেছেন, "Finally did this trend on my special day. It's absolutely allowed to dance in the last weeks of pregnancy. It gives joy and pleasure to both mom and baby." তবে সতর্কবার্তা দিয়ে কৃষ্ণা লিখেছেন, "আমার কোনও শারিরীক সমস্যা বা অসুস্থতা নেই। নাচতে কোনও অসুবিধা হয়নি। প্রতিটি মেয়ের মাতৃত্বের বিভিন্ন পর্যায় ভিন্ন। তাই কোনও কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।"
advertisement
advertisement
কৃষ্ণার নাচের ভিডিও (Viral Video) দেখে অনেকেই উচ্ছ্বসিত। তাঁকে পোস্টে বইছে লাইক এবং ভালবাসার বন্যা। কমেন্ট বক্সে অনেকেই তাঁকে 'সুপার মা' বলে আক্ষ্যা দিয়েছেন। দিয়েছেন সুস্থ থাকার পরামর্শ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| বিশাল বেবি বাম্প নিয়ে সাধের অনুষ্ঠানে হবু মায়ের উদ্দাম নাচ! তুমুল ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement