দিক মেনে বাড়িতে বেলগাছ লাগান, ঘরে আসবে সুসন্তান
Last Updated:
বাড়ির নির্দিষ্ট দিক অনুসারে লাগালে তাতে অনেকরকম উপকার পাওয়া যায় ৷
#কলকাতা: পুজোর সমস্ত কাজেই বেলপাতা আবশ্যিক ৷ শাস্ত্র মতে বেলপাতা অত্যন্ত শুভ ৷ কারণ কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে সেখান থেকে জন্ম হয়েছিল বেল গাছের ৷ তাই জ্যোতিষ মতে বেলগাছকে বাড়ির নির্দিষ্ট দিক অনুসারে লাগালে তাতে অনেকরকম উপকার পাওয়া যায় ৷ দিক অনুসারে বেলগাছের উপকার জেনে নিন -
• বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ - সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি।
advertisement
• বাড়ির পূর্ব দিকে বেলগাছ – বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে।
• বাড়ির পশ্চিম দিকে বেলগাছ - সুসন্তান লাভের পথ প্রশস্ত করে।
advertisement
• বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ - দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়।
Location :
First Published :
July 31, 2018 9:11 AM IST