পটনা : পটনায় মহিলাদের কলেজের কাছেই চায়ের দোকান শুরু করেছেন অর্থনীতিতে স্নাতক এক তরুণী৷ দু’ বছর ধরে চেষ্টার পর চাকরি তাঁর কাছে অধরাই থেকে গিয়েছে৷ বাধ্য হয়ে চায়ের দোকান শুরু করতে হয়েছে তাঁকে৷ ২০১৯ সালে স্নাতক হওয়া প্রিয়ঙ্কা গুপ্তার পরিচয় এখন ‘চায়ওয়ালি’৷ তিনি জানিয়েছেন এমবিএ চায়েওয়ালা নামে বিখ্যাত প্রফুল বিল্লোরে তাঁর আদর্শ৷
২৪ বছর বয়সি প্রিয়ঙ্কার প্রশ্ন, চাওয়ালা যদি হতে পারেন, তাহলে চাওয়ালি কেন নয়? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সেখানে দেখা যাচ্ছে এক দল ছাত্রছাত্রী তাঁর কাছ থেকে চা কিনে খাচ্ছেও!
আরও পড়ুন : নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা
প্রিয়ঙ্কার দোকানে বিভিন্ন স্বাদের চা পাওয়া যায়৷ কুলহড় চা থেকে পান চা-সবই হাজির তাঁর পশরায়৷ ১৫ থেকে ২০ টাকা দামের মধ্যে গলা ভেজাতে পারেন চাপ্রেমীরা৷ উচ্চশিক্ষিত হয়েও চায়ের দোকান শুরু করা নিয়ে কোনও দ্বিধা বা হীনমন্যতা নেই তাঁর৷ সেই মনোভাব স্পষ্ট তাঁর পাঞ্চলাইনেও৷ সেখানে তিনি বলেছেন, ‘পিনা হি পড়েগা’, অর্থাৎ পান করতেই হবে৷ সেইসঙ্গে লিখেছেন, ‘শোচ মত...চালু কর দে’, অর্থাৎ না ভেবে শুরু করে দে৷
আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে আপনার রান্নাঘরের এই মশলা
Bihar: Priyanka Gupta, an economics graduate sets up a tea stall near Women's College in Patna
I did my UG in 2019 but was unable to get a job in the last 2 yrs. I took inspiration from Prafull Billore. There are many chaiwallas, why can't there be a chaiwali?, she says pic.twitter.com/8jfgwX4vSK — ANI (@ANI) April 19, 2022
আরও পড়ুন : এই তীব্র গরমে কী করে ভাল রাখবেন পরিবারের প্রবীণদের? মনে রাখুন এই সহজ নিয়মগুলি
প্রিয়ঙ্কার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকে এই প্রসঙ্গে তুলে ধরেছেন দেশে চাকরির অভাবের কথাও৷ প্রসঙ্গত এমবিএ কোর্স ছেড়ে চায়ের দোকানের ব্যবসা শুরু করেছেন মধ্যপ্রদেশের প্রফুল বিল্লোর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।