Home /News /off-beat /
Patna Tea Seller: ২ বছরের চেষ্টাতেও পাননি চাকরি, অর্থনীতিতে স্নাতক তরুণী এখন ‘চায়ওয়ালি’

Patna Tea Seller: ২ বছরের চেষ্টাতেও পাননি চাকরি, অর্থনীতিতে স্নাতক তরুণী এখন ‘চায়ওয়ালি’

Photo Courtesy: ANI/Twitter

Photo Courtesy: ANI/Twitter

Patna Tea Seller: ২৪ বছর বয়সি প্রিয়ঙ্কার প্রশ্ন, চাওয়ালা যদি হতে পারেন, তাহলে চাওয়ালি কেন নয়?

 • Share this:

  পটনা : পটনায় মহিলাদের কলেজের কাছেই চায়ের দোকান শুরু করেছেন অর্থনীতিতে স্নাতক এক তরুণী৷ দু’ বছর ধরে চেষ্টার পর চাকরি তাঁর কাছে অধরাই থেকে গিয়েছে৷ বাধ্য হয়ে চায়ের দোকান শুরু করতে হয়েছে তাঁকে৷ ২০১৯ সালে স্নাতক হওয়া প্রিয়ঙ্কা গুপ্তার পরিচয় এখন ‘চায়ওয়ালি’৷ তিনি জানিয়েছেন এমবিএ চায়েওয়ালা নামে বিখ্যাত প্রফুল বিল্লোরে তাঁর আদর্শ৷

  ২৪ বছর বয়সি প্রিয়ঙ্কার প্রশ্ন, চাওয়ালা যদি হতে পারেন, তাহলে চাওয়ালি কেন নয়? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সেখানে দেখা যাচ্ছে এক দল ছাত্রছাত্রী তাঁর কাছ থেকে চা কিনে খাচ্ছেও!

  আরও পড়ুন : নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা

  প্রিয়ঙ্কার দোকানে বিভিন্ন স্বাদের চা পাওয়া যায়৷ কুলহড় চা থেকে পান চা-সবই হাজির তাঁর পশরায়৷ ১৫ থেকে ২০ টাকা দামের মধ্যে গলা ভেজাতে পারেন চাপ্রেমীরা৷ উচ্চশিক্ষিত হয়েও চায়ের দোকান শুরু করা নিয়ে কোনও দ্বিধা বা হীনমন্যতা নেই তাঁর৷ সেই মনোভাব স্পষ্ট তাঁর পাঞ্চলাইনেও৷ সেখানে তিনি বলেছেন, ‘পিনা হি পড়েগা’, অর্থাৎ পান করতেই হবে৷ সেইসঙ্গে লিখেছেন, ‘শোচ মত...চালু কর দে’, অর্থাৎ না ভেবে শুরু করে দে৷

  আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে আপনার রান্নাঘরের এই মশলা

  আরও পড়ুন : এই তীব্র গরমে কী করে ভাল রাখবেন পরিবারের প্রবীণদের? মনে রাখুন এই সহজ নিয়মগুলি

  প্রিয়ঙ্কার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকে এই প্রসঙ্গে তুলে ধরেছেন দেশে চাকরির অভাবের কথাও৷ প্রসঙ্গত এমবিএ কোর্স ছেড়ে চায়ের দোকানের ব্যবসা শুরু করেছেন মধ্যপ্রদেশের প্রফুল বিল্লোর৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Patna, Viral

  পরবর্তী খবর