এক ব্যক্তির জ্যাকেট পরার চেষ্টা ওরাংওটাং-এর , দেখুন শেষে কী হয়!

Last Updated:

ওরাংওটাং এর জ্যাকেট পড়ার ইচ্ছা ! অবাক লাগলেও সত্যি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির জ্যাকেট নিয়ে ওরাংওটাং পড়ার চেষ্টা করছে। orangutan tries to wear a man's jacket

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওরাংওটাং একজন লোকের জ্যাকেট পড়তে চেষ্টা করছে যেটা তার খুবই পছন্দ হয়েছে। ভাইরাল হগ ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন "এই ওরাংওটাংটি সত্যিই জ্যাকেটটা ট্রাই করতে চায়। " শেয়ার হওয়ার পর খুব তাড়াতাড়ি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে এবং পরমুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিওটি ২ লক্ষেরও বেশি ভিউ এবং ১১,০০০ বেশি লাইকস অর্জন করেছে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি অবশ্যই দেখুন এখানে।
View this post on Instagram

A post shared by ViralHog (@viralhog)

advertisement
advertisement
একজন ব্যক্তি তার ব্ল্যাক কালারের জ্যাকেট পরে দাঁড়িয়েছিলেন, এমন সময় ওরাংওটাং তার কাছে এগিয়ে আসে এবং নিজের হাতেই জ্যাকেটের জিপ খুলে লোকটির গা থেকে নিয়ে নেয়। তারপর দেখা যায় খুশিতে সে জ্যাকেটটা তার মাথায় ওপর রেখেছে , হয়তো মাথা দিয়ে পড়তে চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যেই খুব সহজে ওরাংওটাং সেটা নিজের গায়ে পরে নিল। শেষে দেখা যায় ওরাংওটাং সেই জ্যাকেটের জিপ নিয়ে আপনমনে খেলছে। সেখানে উপস্থিত সবাই এমন মজাদার দৃশ্যটি দেখে হতবাক হয়ে যায়। এই মিষ্টি মুহূর্তটিকে অনেকেই নিজের ক্যামেরায় বন্দী করে রাখে। প্রথমের দিকে লোকটি নিজের জ্যাকেটটা না দিতে চাইলেও ওরাংওটাং কিন্তু ছাড়ার পাত্র ছিল না, সে ওটা জ্যাকেটটা নিয়েই ছাড়লো শেষ অবধি। নেটিজেনসরা ওরাংওটাং এর বুদ্ধি এবং মনের উপস্থিতি দেখে অবাক হয়ে যায়।
advertisement
একজন ইউসার লিখেছেন "কিভাবে সে জানে কিভাবে পড়তে হয় তা দেখে আমার মুখ হাঁ হয়ে যায় "
অন্য একজন ইউসার কমেন্ট করেন " এটা আমাকে অবাক করে দেয় যে কি করে মানুষ এইসমস্ত পশুদের অবমূল্যায়ন করে ,তারা সর্বোপরি আমাদেরই মতো ,অফকোর্সএরা খুব স্মার্ট "
এমন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন নেটিজেনসরা এবং মুগ্ধ হয়ে গেছেন ওরাংওটাং এর বুদ্ধি দেখে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এক ব্যক্তির জ্যাকেট পরার চেষ্টা ওরাংওটাং-এর , দেখুন শেষে কী হয়!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement