Optical Illusions: ছবিটিতে সবার আগে কার বা কঙ্কাল দৃশ্যত? জবাবই বলে দেবে কেমন মনের মানুষ আপনি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Test Your Personality: ছবি দেখে যদি বলতে পারেন তবেই বুঝতে পারা যাবে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক রকমের অপটিক্যাল ইলিউশন ভাইরাল হতে দেখা যাচ্ছে ৷ এর মধ্যে বেশ কিছুকে ব্রেন খাটিয়ে বের করতে হয় আর বেশ কিছুকে ব্যক্তিত্বের সঙ্গে সংযুক্তকরে জিজ্ঞাসা করা হয় ৷ মানুষও এই ধরনের সমস্যার সমাধান করেন রীতিমত কালঘাম ঝরাতে হয় সঠিক উত্তরের জন্য ৷ তবে ছবির মধ্যে তাকা বিভিন্ন বিষয়বস্তু নির্ধারিত করতে পারলে বিশেষ ভাবে উপকৃত হওয়া সম্ভব ৷ তবে ছবির মধ্যে যে বিষয়গুলি লুকিয়ে থাকে তা একটু নজর দিলেই সহজে বলা যেতে পারে ৷
একটি ছবিতে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানমে দেখতে পাওয়া গিয়েছে একটি কঙ্কাল ৷ এতে কোনও চিন্তার বিষয় নেই ৷ যদি একটি পুরনো কার সবার আগে দেখা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে অজারভেশন স্কিল (Observational Skills) ৷ তবে পরিস্থিতি যেমনই হোক সেই পরিস্থিতিতে সমস্ত জিনিস দেখে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব ৷ তবে এটি জানতে পেরে হয়রান হতে হবে ৷
advertisement
কেননা ছবি দেখে অনেকেই জানিয়েছেন যে ছবিতে এক ভদ্র মহিলার সঙ্গে ভদ্রলোকের সঙ্গে তাঁদের পোষ্য রয়েছে ৷ যাঁরা একটি কাপলের সঙ্গে কুকুর দেখতে পেয়েছেন তাঁদের কনসেনট্রেশন কেন্দ্রিত হতে শুরু করেছে ৷ এর অর্থ বেশ কিছু বিশেষ মানুষের মধ্যে আপনি অন্যতম ৷
advertisement
আরও পড়ুন: Weight Loss Hack: কফির কাপে মেশান লেবু! শুধু মানতে হবে 'এই' নিয়ম! সুপারফাস্ট গতিতে কমবে ওজন!
advertisement
আরও পড়ুন: Independence Day 2022 : মহাকাশের মহাশূন্যে উড়ল ভারতের জাতীয় পতাকা, দেখুন ভাইরাল ভিডিও
view commentsসোশ্যাল মিডিয়ায় ছবিটি দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ এই অপটিক্যাল ইলিউশনে অনেক কিছুই দেখতে পাওয়া গিয়েছে ৷ কিন্তু যা প্রথমে দেখতে পাওয়া গিয়েছে সেটিই মনসংযোগের বিষয় বিশেষ করে বার্তা দিতে পারে ৷ তবে এখন থেকেই ,েষ্টা করলে বুঝতে পারা যাবে আসলে ছবিটিতে ঠিক কী ধরনের রহস্য বা রহস্য ও রোমানঞ্চ লুকিয়ে আছে ৷
Location :
First Published :
August 15, 2022 4:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusions: ছবিটিতে সবার আগে কার বা কঙ্কাল দৃশ্যত? জবাবই বলে দেবে কেমন মনের মানুষ আপনি