Optical Illusion: ছবির ভিতর লুকনো শব্দ ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন শুধু জিনিয়াসরা!

Last Updated:

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি আট থেকে আশি সকলকেই আকৃষ্ট করে। একের পর এক সমাধান করতে করতে খেলার আগ্রহ আরও বেড়ে যায়।

ছবির ভিতর লুকনো শব্দ ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন শুধু জিনিয়াসরা!
ছবির ভিতর লুকনো শব্দ ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন শুধু জিনিয়াসরা!
কলকাতা: ছবির মধ্যেই লুকনো রয়েছে শব্দ। হাতে সময় রয়েছে মাত্র পাঁচ সেকেন্ড। এরই মধ্যে খুঁজে বের করতে হবে ছবিতে লুকনো সঠিক শব্দটি ৷
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি আট থেকে আশি সকলকেই আকৃষ্ট করে। একের পর এক সমাধান করতে করতে খেলার আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এমনই একটি অপটিক্যাল ইলিউশন। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে লুকনো শব্দ খুঁজে বের করার চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখা যেতে পারে।
সমাধান না করতে পারলে নীচে রইল ব্যাখ্যা।
advertisement
advertisement
অপটিক্যাল ইলিউশন কী?
অপটিক্যাল ইলিউশন বা ভিজ্যুয়াল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম এক ধরনের ধাঁধা। যা দর্শন উপলব্ধির মধ্যে বিভ্রম তৈরি করতে পারে। চোখ যা দেখছে, মগজ তা উপলব্ধি করতে পারছে না। চোখের সামনে যা রয়েছে, মন যেন তার বাইরে কিছু দেখতে পাচ্ছে। সহজ কথায়, অপটিক্যাল ইলিউশন হল এক ধরনের বিভ্রম যেখানে আমরা চোখ দিয়ে যে দৃশ্য বা চিত্র দেখেছি তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি না। আমরা চোখের সামনে থাকা কোনও চিত্র বা দৃশ্য দ্বারা সহজেই ভুল ব্যাখ্যা করি বা প্রতারিত হই।
advertisement
অপটিক্যাল ইলিউশন সব সময়ই মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে এ ধরনের ছবি যে মানুষকে শুধু কৌতূহলী বা আগ্রহী করে তোলে তা-ই নয়, বরং মানুষের পর্যবেক্ষণের ক্ষমতা বিকাশে মস্তিষ্ক এবং চোখের দক্ষতাও উন্নত করে। এই চ্যালেঞ্জটিতে ৫ সেকেন্ডের মধ্যে লুকিয়ে থাকা গোপন শব্দ খুঁজে বের করতে হবে।
advertisement
উপরের ছবিটি খুব মন দিয়ে দেখলেই বোঝা যাবে কোন শব্দ লুকিয়ে রয়েছে। যদি শব্দটি ইতিমধ্যেই খোঁজা হয়ে গিয়ে থাকে, তবে তা সঠিক কি না জেনে নিতে পড়ে ফেলা যাক নিচের অংশটুকু—
ছবিতে শব্দ খোঁজার সমাধান
advertisement
এখানে দেওয়া চিত্র বিভ্রম দেখে বেশির ভাগ মানুষ এই ধাঁধার দ্বারা বিভ্রান্ত হয়ে থাকেন। কিছু মানুষ দ্রুত উত্তর সনাক্ত করতে পারেন। অনেকে আবার উত্তর সঠিক হল কিনা তা নিয়ে দ্বিধায় থাকতে পারেন। এই ভাইরাল অপটিক্যাল ইলিউশনটি চিহ্নিত করা সম্ভব নয়। তবে ছবিটি ভাল করে দেখলে বোঝা যাবে লুকিয়ে থাকা শব্দটি ছবিটি উপর চিহ্নিত করা হয়েছে।
advertisement
এখনও যদি শব্দটি খুঁজে না পাওয়া গিয়ে থাকে তবে নিচে দেখা যেতে পারে। শব্দটি JAURIA। এটি একটি স্প্যানিশ শব্দ। যার অর্থ একদল শিকারি কুকুর।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবির ভিতর লুকনো শব্দ ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন শুধু জিনিয়াসরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement