Optical Illusion: ছবিই বলে দেবে স্বভাব কেমন! সবার আগে কী দেখছেন বলুন তো?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Optical Illusion: আসলে মানুষের চোখের কিংবা মস্তিস্কের ধাঁধায় ধরা পড়ে যেতে পারে ওই ব্যক্তি কেমন মনের মানুষ।
#কলকাতা: সংখ্যাতত্ত্ব, জ্যোতিষবিদ্যা তো আছেই। সারা পৃথিবীর সব মানুষের মন কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে নিতে জ্যোতিষী এবং সংখ্যাত্ত্ববিদরা মূলত তাঁদের এসব বিদ্যা-ই ব্যবহার করে থাকেন। কিন্তু অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ? কেউ কেউ বলবেন সেটা আবার কী? আসলে মানুষের চোখের কিংবা মস্তিস্কের ধাঁধায় ধরা পড়ে যেতে পারে ওই ব্যক্তি কেমন মনের মানুষ ।
সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানীরা তাই অনেক সময়ে একজন মানুষের ব্যক্তিত্ব এবং মনের অবস্থা পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ব্যবহার করেন। এই অপটিক্যাল ইলিউশনেই ধরা পড়ে যেতে পারে কীভাবে আমাদের মস্তিষ্ক চাক্ষুষ অনুভূতির পরিবর্তে উপলব্ধির উপর নির্ভর করে। এক কথায় সহজ ভাবে বলতে গেলে আমরা যা চোখে দেখছি, তার ওপরেই আমাদের মন এবং তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে নিরভর করে। যেমন, আজকের এই ছবিতে সহজেই বুঝে নেওয়া যাবে আমরা কে কেমন মনের মানুষ!
advertisement
advertisement
গাছ- ছবিতে যদি কোনও ব্যক্তি যদি একটি গাছের দৃশ্য দেখতে পান, তাহলে বুঝতে হবে যে কোনও বিষয়ে ওই ব্যক্তির ইতিবাচক অর্থাৎ পজিটিভ মানসিকতা রয়েছে। পাশাপাশি ওই ব্যক্তি অবশ্যই নৈতিক চরিত্রের ক্ষেত্রে অন্যদের থেকে কিছু স্বতন্ত্র গুণের অধিকারী। তবে আজকের এই ছবিতে প্রথমে একটি গাছের দৃশ্য প্রায় প্রত্যেক মানুষই দেখতে পাবেন। কারণ এই ছবিটিতে গাছের দৃশ্যই কার্যত সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে। তাই সবার আগে একটি বড় গাছের ছবি দেখা-ই স্বাভাবিক।
advertisement

এবার আসা যাক ছবিটির পরের দৃশ্যে...
গরিলা- এ বিষয়ে মনোবিজ্ঞানীরা বলেছেন আজকের এই ছবিতে যদি কোনও ব্যক্তি প্রথমেই একটি গরিলার মুখ দেখেন তাহলে ওই ব্যক্তি মারাত্মক ধরনের সমালোচক প্রকৃতির মানুষ। এই ধরনের ব্যক্তিরা কখনও বিন্দুমাত্র সময় নষ্ট না করে সর্বদা নিজেকে কাজে ব্যস্ত রাখতেই পছন্দ করেন। পাশাপাশি এঁরা খুবই বুদ্ধিমান।
advertisement
তার পর...
সিংহ- যদি কোনও ব্যক্তি আজকের ছবিতে প্রথমেই একটি সিংহের মুখ দেখতে পান তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি অবশ্যই সংবেদনশীল প্রকৃতির মানুষ। পাশাপাশি তিনি তাঁর ভবিষ্যত জীবন নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সর্বদা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে মন দেন। এছাড়াও এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী।
advertisement
সব শেষে...
মাছ- যদি কোনও ব্যক্তি আজকের এই ছবিটিতে মাছের ছবি দেখেন তাহলে ওই ব্যক্তি কারও সম্বন্ধে নিন্দা ও কটূক্তি করতে মোটেও পছন্দ করেন না। পাশাপাশি ওই ব্যক্তি তাঁর জীবনে আসা মানুষদের সঙ্গে মধুর সম্পর্ক সর্বদা টিকিয়ে রাখতে চান। তবে আজকের এই ছবিটিতে মাছের দৃশ্য অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় তা প্রায় প্রত্যেক মানুষের নজর এড়িয়ে যেতে পারে বলেই মত দিয়েছেন মনোবিজ্ঞানীরা।
Location :
First Published :
April 21, 2022 2:15 PM IST