Optical Illusion: এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে

Last Updated:

আমরা প্রত্যেকেই দৃষ্টিবিভ্রমের (Optical Illusion) বিষয়ে অল্পবিস্তর জানি। আর এই ছবিটিও দৃষ্টিবিভ্রমেরই এক বড়সড় নজির।

#কলকাতা: একটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে মোট চারটি ছবি! আর মজার ব্যাপার হল, এর মধ্যে যে ছবিটা আমরা প্রথম দেখতে পাব, সেই ছবিটাই বলে দেবে, আমাদের প্রেমজীবন ঠিক কীরকম (Optical Illusion)।
আমরা প্রত্যেকেই দৃষ্টিবিভ্রমের (Optical Illusion) বিষয়ে অল্পবিস্তর জানি। আর এই ছবিটিও দৃষ্টিবিভ্রমেরই এক বড়সড় নজির। আসলে দৃষ্টিবিভ্রম এমন একটা বিষয়, যা এককথায় অবাক করে দেয়! কারণ দৃষ্টিবিভ্রমের মতো চমকপ্রদ বিষয় থেকেই কোনও ব্যক্তির ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, চিন্তাভাবনার দিক অথবা দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
advertisement
advertisement
এই নির্দিষ্ট ছবিটিও সেরকম ভাবেই বলে দেয় কোনও মানুষের প্রেমজীবন (Lovelife) সম্পর্কে। কিন্তু কীভাবে? সেই বিষয়েই আমরা বিশদে আলোচনা করে নেব।
ওলেগ শাপলিয়াক (Oleg Shuplyak) নামের এক শিল্পীর আঁকা এই ছবিতে দেখা যাচ্ছে, মুখোশ আঁটা এক মহিলা, এক যুগল, একটি যাত্রিবিহীন নৌকা এবং একটা শহরের দৃশ্য। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এই চারটি ছবির মধ্যে কোনও ব্যক্তি যে ছবিটি প্রথম দেখতে পাবেন, সেই ছবিটিই তাঁর প্রেমজীবন সম্বন্ধে স্পষ্ট ধারণা দেবে।
advertisement
মুখোশ আঁটা মহিলা:
ছবিটির উপর চোখ রাখলে কেউ যদি প্রথমেই মুখোশ আঁটা কোনও মহিলার ছবি দেখতে পান, তাহলে বুঝতে হবে তিনি ভালবাসার পিছনে ছোটেন। এই ধরনের মানুষ প্রেমে থাকতে এবং বার বার প্রেমে পড়তে পছন্দ করেন। একই সময়ে একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হন এঁরা। আবার সম্পর্ক সফল ভাবে চালানোর তুলনায় এঁরা প্রেম শুরু হওয়ার পর্বটা বেশি উপভোগ করেন।
advertisement
এক যুগল:
এই ছবিতে চোখ রাখলে যদি কারওর চোখ চলে যায় পাশে দাঁড়ানো এক যুগলের উপর, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি প্রেমের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। যত দিন না এঁরা বিশ্বস্ত কাউকে খুঁজে পাচ্ছেন, তত দিন একলা থাকাটাই শ্রেয় বলে মনে করেন এঁরা।
advertisement
একটি যাত্রিবিহীন নৌকা:
যাঁরা প্রথমেই একটি যাত্রিবিহীন নৌকা দেখতে পাচ্ছেন, তাঁরা অনেক সময় একেবারেই অজানা-অচেনা ব্যক্তির প্রেমে পড়ে যান। আসলে এঁরা সব ক্ষেত্রেই পরীক্ষা-নিরীক্ষা করে চলতে ভালবাসেন। আর প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চটাই এঁদের কাছে সবথেকে বড় ফ্যাক্টর।
শহরের দৃশ্য:
এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি শহরের দৃশ্যও। যেখানে দেখা যায়, দুই ধারে বহুতল এবং মাঝখান দিয়ে বয়ে চলা নদী। সবার আগে যাঁদের ছবির মধ্যে থাকা এই দৃশ্যটিই চোখে পড়ে, সেই ধরনের মানুষেরা অল্পবিস্তর নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। ভালবাসার মানুষটাকে হারানোর ভয় সব সময় কুরে কুরে খেতে থাকে এঁদেরকে। শুধু তা-ই নয়, প্রেমে পড়লে এঁরা নিজেদের সঙ্গীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ওঠেন। যা সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি করতে পারে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement