Optical Illusion: গাধার পালে লুকিয়ে প্রদীপের দৈত্য! ১১ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Optical Illusion IQ Test: এই ছবিতে খোলা ময়দানে একদল নীল গাধা রয়েছে। তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি জিনি। ১১ সেকেন্ডের মধ্যে জিনিটিকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ।
কলকাতা: ‘নীল রঙের’ গাধা, এক-আধ খানা নয়। হাজার হাজার গাধা। আর তাদের মাঝখানেই চুপচাপ লুকিয়ে রয়েছে একটি জিনি। একই রকম নীল রঙের বলে তাদের আলাদা করাই মুশকিল। আর সেই গাধার দলের মাঝখান থেকে জিনিকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ। আসলে এটিও একটি দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন সৃষ্টিকারী ছবি।
গবেষণা বলছে এই অপটিক্যাল ইলিউশন শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয়— তিন রকমের বিভ্রম তৈরি করতে পারে। অপটিক্যাল ইলিউশন ছবিগুলিও মনোবিশ্লেষণের ক্ষেত্রের বড় ভূমিকা তৈরি করতে পারে। এ থেকে বোঝা যেতে পারে কোনও ব্যক্তি কী ভাবে ওই ছবিগুলি উপলব্ধি করছেন। দৃষ্টি বিভ্রমের নিয়মিত অনুশীলন পর্যবেক্ষণ দক্ষতার উন্নতিতে সহায়ক হতে পারে।
advertisement
advertisement
এই ছবিতে খোলা ময়দানে একদল নীল গাধা রয়েছে। তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি জিনি। ১১ সেকেন্ডের মধ্যে জিনিটিকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ। শুধু মাত্র ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন মানুষেরাই এই জিনিকে খুঁজে বের করতে পারেন।
অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জগুলি কোনও ব্যক্তির পর্যবেক্ষণ দক্ষতার পাশাপাশি তাঁর বুদ্ধিমত্তা পরীক্ষা করার একটি ভাল উপায়।
জিনি হল আলাদিনের সেই বিখ্যাত চরিত্র যে জাদু প্রদীপের ভিতর থেকে বেরিয়ে আসে এবং আলাদিনকে তার মালিক বলে মনে করে। সেই জিনিই লুকিয়ে পড়েছে গাধার মধ্যে।
advertisement

ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হয়েছে এই দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবিটি। যদি কারও তীক্ষ্ণ দৃষ্টি থেকে থাকে, তা হলে মাত্র ১১ সেকেন্ড বা তার থেকে কম সময়ের মধ্যেই জিনিকে খুঁজে বের করা সম্ভব।
advertisement
ছবিটি ভাল করে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে ঘাপটি মেরে বসে আছে জিনি। প্রাথমিক ভাবে মনে হতে পারে জিনি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু গাধার মুখগুলি ভাল করে পরীক্ষা করে দেখতে পারলেই জিনিকে খুঁজে পাওয়া সম্ভব।
শ্যেনদৃষ্টি সম্পন্ন কিছু মানুষ ইতিমধ্যেই সেই প্রদীপের দৈত্যকে খুঁজে পেয়েছেন। যাঁরা এখনও খুঁজে পাননি, তাঁরা ছবিটির ডানদিকে তাকিয়ে দেখতে পারেন। লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে সেই জিনিকে।
Location :
First Published :
December 15, 2022 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: গাধার পালে লুকিয়ে প্রদীপের দৈত্য! ১১ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ