Optical Illusion: সাবধান! গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর, ৭ সেকেন্ডে তাকে খুঁজে পেলেই এবারের মতো রক্ষা!

Last Updated:

Optical Illusion: জঙ্গলের প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলেই আর রক্ষা নেই, হারিয়ে যেতে হবে জীবনের মেলা থেকেও। ওখানেই যে ওঁত পেতে শিকারের অপেক্ষায় রয়েছে একটা ডাইনোসর, তা বুঝি চোখে পড়ছে না?

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধাঁ
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধাঁ
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধাঁ। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁয় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা আর পাঁচটা অপটিক্যাল ইলিউশনের থেকে একটু অন্য রকমের। কেন না, এ হাতে আঁকা ছবি নয়, অথবা নয় কোনও নকশা বা নম্বরের গোলকধাঁধা। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, তা বেশ বাস্তবসম্মত, এক নজরে দেখলে ক্যামেরায় তোলা ছবি বলে ভ্রম হয়। হতে পারে তা গ্রাফিক ডিজাইনও।
advertisement
যাই হোক, ছবিতে দেখা যাচ্ছে গহন এক অরণ্য। আলো-আঁধারির খেলা চলছে সেখানে, নেমেছে বড় বড় গাছের ঝুরি। তবে ওই জঙ্গলের প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলেই আর রক্ষা নেই, হারিয়ে যেতে হবে জীবনের মেলা থেকেও। ওখানেই যে ওঁত পেতে শিকারের অপেক্ষায় রয়েছে একটা ডাইনোসর, তা বুঝি চোখে পড়ছে না?
advertisement
advertisement
আরও পড়ুন :  না হয় ১০ সেকেন্ডই নিলেন, খুঁজে বার করে পারবেন সাদা ডিমটা ছবি থেকে? তাহলে আপনি বুদ্ধিমান
পড়াটা বড় সহজও নয়। সমস্যা তৈরি করেছে ডাইনোসরের গায়ের রঙ আর গাছের ঝুরির রঙ। এটা অবশ্য বলে দেওয়া যায় কাজ সহজ করে দেওয়ার জন্য যে পুরো শরীর নয়, শুধু তার মাথাটাই চোখে পড়ছে। এবার কি খুঁজে পাওয়া যাবে ৭ সেকেন্ডে?
advertisement
না পেলে চিন্তা নেই, উত্তরটা জানানো যেতেই পারে। সে আছে সামনের অপেক্ষাকৃত হালকা রঙের গাছের কাণ্ডের একপাশ থেকে মুখ বাড়িয়ে, ছবির ডান হাতে। খুঁজে পেলে দৃষ্টিশক্তির তারিফ করতে হয়, না পেলে চালিয়ে যেতে হয় প্রচেষ্টা- আর কী!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: সাবধান! গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর, ৭ সেকেন্ডে তাকে খুঁজে পেলেই এবারের মতো রক্ষা!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement