Optical Illusion: কী দেখছেন? টুপি পরা এক বৃদ্ধ? এখানেই লুকিয়ে একটা ছোট্ট কুকুর, মাত্র ১% বুদ্ধিমান খুঁজে পেয়েছেন ৫ সেকেন্ডে

Last Updated:

Optical Illusion: হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধাঁ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, তা এক বৃদ্ধের। টুপি পরে সে একদৃষ্টে তাকিয়ে আছে আমাদের দিকে সাদা-কালো এক স্কেচ থেকে। এই পর্যন্ত সব কিছু ঠিকই আছে। সমস্যা হবে তখনই যদি এই বুড়োর স্কেচ থেকে একটা কুকুরকে খুঁজে বের করতে বলা হয়, তাও আবার স্রেফ ৫ সেকেন্ডে।
advertisement
যাঁরা কুকুর ভালবাসেন, তাঁরা ছবিটা দেখামাত্র নড়েচড়ে উঠবেন, খুঁজতে আরম্ভ করবেন প্রায় চোখ বিঁধিয়ে। কিন্তু বিড়ম্বনায় পড়তেও সময় লাগবে না। বৃদ্ধের মুখ ছাড়া আর কিছুই তো নেই ছবিতে, তাহলে কুকুর আসবে কোথা থেকে?
advertisement
আদতে কিন্তু সে আছে, না হলে আর অপটিক্যাল ইলিউশন বলা কেন! আসলে এই ছবি থেকে কুকুর খুঁজতে গেলে যুক্তি খাটালে চলবে না, বুদ্ধিও কাজে আসবে না তেমন। শুধু ষষ্ঠেন্দ্রিয় জানান দেবে যে স্বাভাবিক ভাবে ছবিটা দেখলে চলবে না। অর্থাৎ তাকে উল্টে দিলেই হল।
advertisement
এবার কি হাড় নিয়ে নিবিষ্ট মনে এক চাতালে চারপেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে? বেশ মিষ্টি তার হাবভাব, তাই না?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: কী দেখছেন? টুপি পরা এক বৃদ্ধ? এখানেই লুকিয়ে একটা ছোট্ট কুকুর, মাত্র ১% বুদ্ধিমান খুঁজে পেয়েছেন ৫ সেকেন্ডে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement