অডি গাড়ি থেকে নেমে সাংবাদিককে চড় যুবতীর, কারণ জানতেই ভিডিও ভাইরাল
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
সেই ভিডিও ক্লিপটি নেটমাধ্য়মে আসতেই হু হু করে ভাইরাল হয়
#ইন্দোর: মধ্য়প্রদেশের ইন্দোরে এক যুবতী সাংবাদিককে চড় মারার জন্য় লাইমলাইটে এসেছেন। সেই ভিডিও ক্লিপটি নেটমাধ্য়মে আসতেই হু হু করে ভাইরাল হয়।
Woman Slaps Journalist On Being Asked About Viral Car Video in Indore pic.twitter.com/BuqYYioNGM
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) November 6, 2022
advertisement
ইন্দোরের বিজয় নগর থানায় গিয়েছিলেন যুবতী। থানার সামনেই রাস্তার মাঝখানে পার্ক করেন তাঁর অডি গাড়ি। অডি গাড়িটিকে সাইড দেওয়ার জন্য় চিৎকার করতে দেখা যায় যুবতীকে।
advertisement
শনিবার তিনি পুলিশকে বলেছিলেন যে কেউ যখন ভিডিওটি শুট করেছিল তখন তিনি গাড়িতে তাঁর খুরতুতো ভাইয়ের সঙ্গে তর্ক করছিলেন। যখন মিডিয়া কর্মীরা থানায় পৌঁছে তাঁকে প্রশ্ন করতে যায়, মহিলা তাঁদের একজনকে চড় মারেন।
advertisement
মোটর সাইকেলে চেপে একজন যাত্রী শুট করেন ভিডিওটি। ভিডিওতে মহিলাকে চালকের আসনে থাকা অন্য একজনের দিকে চিৎকার করতে দেখা যাচ্ছে, যিনি দৃশ্যমান নয়৷ ভিডিওটি রেকর্ড করছেন যে ব্যক্তিকে নীল অডি গাড়ির নম্বর প্লেট পড়তে শোনা যায়। মহিলা তখন চালকের সঙ্গে তর্ক করছেন। গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি।
মহিলা ভাইরাল ভিডিওতে কোনও আক্রমণ বা অন্যায়ের কথা অস্বীকার করেছেন। আরও বলেছেন যে তিনি ঘটনার কয়েক মাস পরে ক্লিপটি প্রচার করেছেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান৷
Location :
First Published :
November 07, 2022 7:36 PM IST