দুর্ঘটনায় প্রতিবন্ধী! হাতের ব্যবস্থা করে বিরল মানবিকতার নজির গড়লেন সোনু

Last Updated:

Sonu Sood : কয়েকদিনের মধ্য়েই সাহায্য়ের হাত এগিয়ে দেন তিনি রাজু আলির দিকে

#মুম্বই: কেউ বলেন তিনি পুরোটাই রাজনীতির জন্য় করেন। অনেকে আবার বলেন শুধুমাত্র নজর কাড়ার জন্য়ই করেন। লকডাউনের পর থেকে মোটামুটি প্রতিদিনই কোনও না কোনও মানুষকে উপকার করেন তিনি। হাজার হাজার মানুষ সোনুর কাছে সাহায্য় চেয়েছেন বিগত কয়েক বছর ধরে। প্রায় কেউ ফেরত আসেননি।
advertisement
রাজু আলি। যাঁর দুই হাত বাদ পড়েছিল কোনও এক দুর্ঘটনায়। বেঁচে থাকা কষ্টকর হচ্ছিল তাঁর। সোনু সুদের কাছে সাহায্য় চেয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্য়েই সাহায্য়ের হাত এগিয়ে দেন তিনি রাজু আলির দিকে।
advertisement
advertisement
আরও একবার সোনু ভক্তদের মন জিতে নিয়েছেন। এক ভক্ত জানিয়েছেন, "যে নীচু হয়ে গরীবের পাশে দাঁড়ান, তিনি মহান ব্য়ক্তি।" অন্য় একজন বলেছেন, "সত্য়িকারের হিরো, দারুণ সোনু সুদ"। অপর এক ভক্তের কথায়, "তাঁর এই দয়ার কাজের জন্য় আমার কোনও ভাষা নেই।"
প্রসঙ্গত, অভিনেতা সিনেমা 'ফতেহ'-এর স্ক্রিপ্ট প্রথমবারের জন্য় লিখছেন। সত্য় ঘটনা অবলম্বনে গল্পটা গত দের বছর ধরে লিখছেন স্ক্রিপটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্ঘটনায় প্রতিবন্ধী! হাতের ব্যবস্থা করে বিরল মানবিকতার নজির গড়লেন সোনু
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement