দুর্ঘটনায় প্রতিবন্ধী! হাতের ব্যবস্থা করে বিরল মানবিকতার নজির গড়লেন সোনু
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sonu Sood : কয়েকদিনের মধ্য়েই সাহায্য়ের হাত এগিয়ে দেন তিনি রাজু আলির দিকে
#মুম্বই: কেউ বলেন তিনি পুরোটাই রাজনীতির জন্য় করেন। অনেকে আবার বলেন শুধুমাত্র নজর কাড়ার জন্য়ই করেন। লকডাউনের পর থেকে মোটামুটি প্রতিদিনই কোনও না কোনও মানুষকে উপকার করেন তিনি। হাজার হাজার মানুষ সোনুর কাছে সাহায্য় চেয়েছেন বিগত কয়েক বছর ধরে। প্রায় কেউ ফেরত আসেননি।
Sonu bhai Raju ali has no hands. You only can give him a new life. India’s last hope @SonuSood pic.twitter.com/fJphl3OBJR
— Vinay Saxena (@vinaysaxenaj) November 1, 2022
advertisement
রাজু আলি। যাঁর দুই হাত বাদ পড়েছিল কোনও এক দুর্ঘটনায়। বেঁচে থাকা কষ্টকর হচ্ছিল তাঁর। সোনু সুদের কাছে সাহায্য় চেয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্য়েই সাহায্য়ের হাত এগিয়ে দেন তিনি রাজু আলির দিকে।
advertisement
Who say’s Ali has no hands ?❤️@SoodFoundation #inali https://t.co/AUMCz4SBYi pic.twitter.com/n4JNTVJ5Ua
— sonu sood (@SonuSood) November 2, 2022
advertisement
আরও একবার সোনু ভক্তদের মন জিতে নিয়েছেন। এক ভক্ত জানিয়েছেন, "যে নীচু হয়ে গরীবের পাশে দাঁড়ান, তিনি মহান ব্য়ক্তি।" অন্য় একজন বলেছেন, "সত্য়িকারের হিরো, দারুণ সোনু সুদ"। অপর এক ভক্তের কথায়, "তাঁর এই দয়ার কাজের জন্য় আমার কোনও ভাষা নেই।"
প্রসঙ্গত, অভিনেতা সিনেমা 'ফতেহ'-এর স্ক্রিপ্ট প্রথমবারের জন্য় লিখছেন। সত্য় ঘটনা অবলম্বনে গল্পটা গত দের বছর ধরে লিখছেন স্ক্রিপটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 5:14 PM IST