৮০ বছরের বন্ধুত্ব! নাতির সুবাদে বহু দিন পর দেখা দুই হতেই আনন্দে ভেসে গেলেন দুই বৃদ্ধা সই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Evergreen Friendship: তাঁদের অন্তরঙ্গতা প্রমাণ করেছে বয়স পেরিয়ে সময় এগিয়ে গেলেও অটুট থাকে নিখাদ বন্ধুত্ব
তোবড়ানো গাল, লোলচর্ম, কোটরে ঢুকে গিয়েছে চোখ। মুখোমুখি বসে দুই বৃদ্ধা গল্প করে যাচ্ছেন। তাঁরা গত আট দশক ধরে একে অন্যের সই। দেখা হয়েছে অনেক দিন পর। বহু বসন্ত পেরিয়ে জমে থাকা গল্প, কথা বেরিয়ে আসছে হৃদয়ের অন্তঃস্থল থেকে। আড্ডায় মগ্ন দুই বান্ধবী।
তাঁদের ভিডিও মন জয় করেছে নেটিজেনদের। তাঁদের অন্তরঙ্গতা প্রমাণ করেছে বয়স পেরিয়ে সময় এগিয়ে গেলেও অটুট থাকে নিখাদ বন্ধুত্ব।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন মুকিল মেনন। জানিয়েছন দুই বৃদ্ধার মধ্যে একজন তাঁর ঠাকুমা। অন্য জন তাঁর বান্ধবী। এই ভিডিও আসলে দুই বৃদ্ধার আনন্দে ভেসে যাওয়া মিলনোৎসব৷
advertisement
advertisement
advertisement
দেখা হতেই একে অন্যের হাত ধরে মেতে ওঠেন স্মৃতিচারণায়৷ মুহূর্তগুলি গল্পে-গানে যেন ফিরে যায় অতীতে৷ ছবির জন্য পোজও দেন তাঁরা৷
ভিডিও সম্পর্কে পেশায় আলোকচিত্রী ও কনটেন্ট ক্রিয়েটর মুকিল মেনন বলেছেন, ‘‘৮০ বছর পেরিয়ে বয়ে চলা এক বন্ধুত্ব৷ আমার ঠাকুমা সব সময় আমাকে বলে এসেছেন যে তিনি তাঁর প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করতে চান৷ তাই আমি ব্যবস্থা করি যাতে দু’জনের দেখ হয়৷ এভাবেই তাঁরা কয়েক দশকের নস্টালজিয়া আদানপ্রদান করলেন নিজেদের মধ্যে৷
advertisement
ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্ধ৷ ভিউজ ছাপিয়েছে ৭৪ হাজার৷ লাইক করেছেন ৯ হাজারের বেশি নেটিজেন৷ ইনস্টাগ্রামাররা মন্তব্য করেছেন বন্ধুত্বের বন্ধন নিয়ে৷ ৮০ বছরেও যে বন্ধুত্বে কোনও মরচে পড়েনি, তা দেখেও তাজ্জব সকলে৷ দুই বান্ধবীর দেখা করিয়ে দেওয়ার জন্য মুকিলকেও সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷
Location :
First Published :
November 29, 2022 3:24 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৮০ বছরের বন্ধুত্ব! নাতির সুবাদে বহু দিন পর দেখা দুই হতেই আনন্দে ভেসে গেলেন দুই বৃদ্ধা সই