October: অক্টোবরে বেড়ানোর পরিকল্পনা? মাসটা মাথায় রাখলে এই জায়গাগুলো তুলনাহীন! কোন কোন জায়গা?

Last Updated:

October: বিশেষ করে যদি অক্টোবর মাসটার কথা মাথায় রাখতে হয়, তাহলে পাড়ি দেওয়া যায় এই দেশগুলোতেও, কোন দেশ তার সঙ্গে কারণটাও জেনে নেওয়া যাক একসঙ্গে।

আমাদের না হয় উৎসবের মাস। ফলে, এই দেশের যেখানে-সেখানে পাড়ি দেওয়া যায় আগামী অক্টোবরে। পুজো, শীত আসার আমেজ আর নিসর্গের ত্র্যহস্পর্শে জমে যাবে বেড়ানো। তবে বিশেষ করে যদি অক্টোবর মাসটার কথা মাথায় রাখতে হয়, তাহলে পাড়ি দেওয়া যায় এই দেশগুলোতেও, কোন দেশ তার সঙ্গে কারণটাও জেনে নেওয়া যাক একসঙ্গে।
জাপান
জাপানে অক্টোবরে চলবে পাতা ঝরার মরশুম, যাকে বলা হয় ফল ফোলিয়েজ। হলুদ, লাল পাতার মাঝে অপরূপা হয়ে উঠবে নিকো আর কিয়োতো।
ইউএসএ
advertisement
এই দেশেও অক্টোবর ফল ফোলিয়েজের সময়। তার সঙ্গে রয়েছে হ্যালোউইনের মজা। ন্যাশনাল পার্কগুলো দেখারও সেরা সময় এই মাসটাই।
গ্রিস
এই দ্বীপরাজ্যে অক্টোবরে পর্যটকের ভিড় কমে যাবে অনেকটাই, কিন্তু আবহাওয়া থাকবে উষ্ণ, মনোরম, ফাঁকায় ফাঁকায় দিব্যি বেড়ানো যাবে।
advertisement
ইতালি
অক্টোবরের মনোরম আবহাওয়ায় টাসকানির নিসর্গ হোক কী রোমের ধ্রুপদী সৌন্দর্য, চষে বেড়াতে এতটুকুও ক্লান্তি আসবে না।
পর্তুগাল
লিসবন, পোর্তো আর আলগারভের সৌন্দর্য যদি উপভোগ করতেই হয়, বিশেষজ্ঞরা বলেন যাওয়া উচিত অক্টোবরে।
advertisement
মরক্কো
এই সময়ে আবহাওয়া থাকবে শীতল, ফলে মারাকেশ, ফেজ আর সাহারার মতো জায়গা ঘুরে দেখতে ধকল হবে না।
ভিয়েতনাম
অক্টোবরে এখানে বৃষ্টি থেমে যাবে, ফলে হানোইয়ের ব্যস্ত সড়ক, সাপার শ্যামলিমা হয়ে হুয়ে আর হোই আনের ঐতিহাসিক সৌন্দর্য দেখলে দারুণ লাগবে।
স্পেন
অক্টোবরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যা স্পেন ভ্রমণের মজা বাড়িয়ে তুলবে বহু গুণে বেশি।
advertisement
আফ্রিকা
শীত আসার আগের সময়, ফলে জঙ্গল সাফারি করতে চাইলে এই সময়েই আফ্রিকা যাওয়া উচিত।
অস্ট্রেলিয়া
এই দেশে অক্টোবরে আসবে বসন্ত, চোখ জুড়িয়ে দেবে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনের সৌন্দর্য।
নেপাল
নেপাল ঘোরার আদর্শ সময় অক্টোবর, আবহাওয়া পরিষ্কার থাকবে, মজা নেওয়া যাবে ট্রেকিংয়েরও।
চিন
হালকা ঠাণ্ডায় চিন দেখতে চাইলে অক্টোবরই সেরা সময়, ফুরফুরে ভাবে ঘোরা যাবে বেজিং থেকে সাংহাই হয়ে সর্বত্র।
advertisement
ভুটান
মেঘহীন নীলাকাশ, হিমালয়ের স্পষ্ট রূপরেখা আর মনোরম আবহাওয়া নিয়ে ভুটান ঘুরতে চাইলে অক্টোবরেই যেতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
October: অক্টোবরে বেড়ানোর পরিকল্পনা? মাসটা মাথায় রাখলে এই জায়গাগুলো তুলনাহীন! কোন কোন জায়গা?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement