'ছাঁইয়া ছাঁইয়া' গানে নরওয়েজিয়ান শিল্পীর নাচে মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় নরওয়েজিয়ান ড্যান্স ক্রু। বিটিএস-এর কোরিওগ্রাফিং থেকে বলিউডের হিট গানে তাদের নাচ বহু নেটিজেনদের মন জয় করেছে। কিন্তু সম্প্রতি 'ছাইয়্যা ছাইয়্যা' গানে তাদের শেয়ার করা নতুন ভিডিও ইন্টারনেটকে মুগ্ধ করতে পারেনি। Norwegian dance crew perform on the song "chaiya chaiya"

আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় নরওয়েজিয়ান ড্যান্স ক্রু। বিটিএস-এর কোরিওগ্রাফিং থেকে বলিউডের হিট গানে তাদের নাচ বহু নেটিজেনদের মন জয় করেছে। কিন্তু সম্প্রতি 'ছাইয়্যা ছাইয়্যা' গানে তাদের শেয়ার করা নতুন ভিডিও ইন্টারনেটকে মুগ্ধ করতে পারেনি।
কিছুদিন আগে "বার বার দেখা" সিনেমার "কালা চশমা" গানটিতে দুর্দান্ত নাচ করে রাতারাতি ভারতীয়দের মধ্যে খুব সুনাম অর্জন করেছিল। নতুন করে 'ছাইয়্যা ছাইয়্যা' গানটিতে নাচ করে এই ড্যান্স গ্রুপটি ইনস্টাগ্রামে একটি বিফদেও শেয়ার করেছে এবং ক্যাপশনে লিখেছে "আমরা ফিরে এসেছি। " ভিডিওটি এখানে দেখুন-
View this post on Instagram

A post shared by Quick Style (@thequickstyle)

advertisement
advertisement
এই গ্রূপের প্রতিটি সদস্য সাদা শার্ট ও কালো কোট প্যান্ট এবং সঙ্গে সানগ্লাস পরে 'ছাইয়্যা ছাইয়্যা' গানটিতে পারফরমেন্স দেন। ভিডিওটির শুরুতেই সকলকে সারিবদ্ধভাবে একটি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তার পরেই একে একে সবাই নিজেদের ড্যান্স মুভ দেখতে শুরু করে।
এর আগেও বলিউডের বিভিন্ন হিট গানে এই গ্রুপের পারফরমেন্স দেশি নেটিজনদের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয় অনিল কাপুর নরওয়েজিয়ান নাচের ক্রুদের সঙ্গে নিজেও দেখা করেছিলেন এবং তার আইকনিক গানটি পুনরায় কোরিওগ্রাফি করতে তাদের সাহায্য করে।
advertisement
খোলা আকাশের নিচে 'ছাইয়্যা ছাইয়্যা' গানটিতে তাদের মিলিত পারফরমেন্স নেট দুনিয়ায় খুব একটা প্রশংসা অর্জন না করতে পারলেও কিছু ইউসারদের কাছে তারা আগের মতোই সুন্দর।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ২ মিলিয়ন ভিউস এবং ৪৮৪,০৬৬ লাইকস অর্জন করেছে। সোশ্যাল মিডিয়াতে বহু লোকেরাই নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে পোস্ট করেছেন। কিছু লোকেদের মতে তাদের নাচ আরও সুন্দর হতে পারত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'ছাঁইয়া ছাঁইয়া' গানে নরওয়েজিয়ান শিল্পীর নাচে মুগ্ধ নেটিজেনরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement