Name Starts with E: 'E' দিয়ে নাম যেমন বিরল, মানুষগুলোও কি তেমনই? জ্যোতিষ কী বলছে আপনাদের নিয়ে?

Last Updated:

আজ আমরা ইংরেজি 'E' বর্ণ দিয়ে নামের শুরু এমন ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব (Name Starts with E)।

E' দিয়ে নাম যেমন বিরল, মানুষগুলোও কি তেমনই? জ্যোতিষ কী বলছে আপনাদের নিয়ে?
E' দিয়ে নাম যেমন বিরল, মানুষগুলোও কি তেমনই? জ্যোতিষ কী বলছে আপনাদের নিয়ে?
কলকাতা: আমরা সাধারণ ভবিষ্যত জানার জন্য হস্তরেখা বিদ্যার নিই। কিন্তু জ্যোতিষ অনুসারে নামের প্রারম্ভিক অক্ষর দিয়েই ব্যক্তির স্বভাব, তাঁর পছন্দ, তাঁর কেরিয়ার এবং প্রেমজীবন ইত্যাদি জানা যায়। আজ আমরা ইংরেজি 'E' বর্ণ দিয়ে নামের শুরু এমন ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব (Name Starts with E)। তবে মনে রাখতে হবে আমরা এখানে সাধারণ কিছু বৈশিষ্ট্যের কথা বলব। এমন ক্ষেত্রে অনেক মানুষের মধ্যেই বহুবিধ চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে।
নিউমেরোলজি অনুসারে, 'E' বর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ। এই বর্ণটি কোনও কিছু বলা বা লেখার সময় ১১.১৬০৭% ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাঁদের নাম 'E' দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত প্রতিযোগিতামূলক মনোভাবের পরিবর্তে আরাম, স্বাচ্ছন্দ্য ইত্যাদিতে বেশি মনোযোগ দেন। এঁরা ঘুরে বেড়াতে, নিজের ইচ্ছেমতো চলতে পছন্দ করেন। যত্ন নেওয়া আবেগ ও অভিমানের মর্যাদা দিতে এঁরা জানে। এঁরা খুব সহজ-সরল মনের মানুষ যারা জীবনে রোম্যান্টিকতা পছন্দ করেন। এই সব বৈশিষ্ট্য ছাড়াও এঁদের আরও পাঁচটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে ৷
advertisement
১. রোম্যান্টিক
advertisement
যাঁদের নাম 'E' দিয়ে শুরু হয় তাঁরা বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক মানুষদের মধ্যে একজন। ফলে এঁদের সঙ্গীরাও এঁদের প্রতি আকর্ষিত হন। 'E' দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা রোম্যান্টিক জীবনে খুব সুখে থাকেন।
advertisement
২. তাল মিলিয়ে চলেন
এঁরা খুব সহজ প্রকৃতির মানুষ হন। মাথা ঠাণ্ডা রেখে সহজ ভাবে কাজ করতে ভালোবাসেন। এঁরা কখনই চাপের মধ্যে থাকেন বলে মনে হয় না।
৩. কৌতূহলী
সহজ-সরল প্রকৃতির মানুষ হলেও এঁরা সব কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। সব কিছুকেই এঁরা কৌতূহলে ভঙ্গিতে গ্রহণ করেন, শেখার ইচ্ছে এঁদের প্রবল।
advertisement
৪. স্বভাবে সতর্ক প্রকৃতির
এঁরা কখনও কখনও খুব কৌতূহলী হলেও সর্বদা সতর্ক থাকেন। যে কোনও বিষয়কে এঁরা সাবধানে বিবেচনা করেন। তাই অন্যেরাও এঁদের বিবেচনায় ভরসা পান।
৫. বাস্তব মনোভঙ্গি
advertisement
বুদ্ধিমান এবং সতর্ক প্রকৃতির মানুষ হওয়ার পাশাপাশি এঁরা বাস্তব মনোভঙ্গিতে বেশি ভরসা রাখেন। শক্তি, স্বাচ্ছন্দ্য, আধ্যাত্মিকতা ও প্রয়োজন মতো পরিবর্তনে বিশ্বাসী হওয়ার পাশাপাশি এঁরা লড়াইও করতে জানেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Name Starts with E: 'E' দিয়ে নাম যেমন বিরল, মানুষগুলোও কি তেমনই? জ্যোতিষ কী বলছে আপনাদের নিয়ে?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement