বছর বছর ধরে 'ঘুমন্ত' শিব ঠাকুর, অলৌকিক মন্দির ঘিরে রহস্য

Last Updated:

ঘুমন্ত মহাদেব

#কলকাতা: প্রতিনিয়ত এমন অনেকিছুই ঘটে, বিজ্ঞানে যাত ব্যাখ্যা মেলে না। যেমন রহস্য ঘিরে থাকে বর্ধমানের ইটাচুনা রাজবাড়িতে অধিষ্ঠিত শিব ঠাকুরকে নিয়ে। মন্দির আছে, শিব মূর্তি আছে, অর্থবল, লোকবল সবই আছে, তবু গত দেশড় বড়র ধরে ঘুমিয়ে শিব ঠাকুর, মন্দিরে তাঁর পুজি হয় না।
কিন্তু কেন ? শোনা যায় ১৮৭১ সালে তদানিন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসাবার কন্ট্রাক্ট পান পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু। সেখানে কাজ করতে গিয়ে গিরিডির জঙ্গলে এক অদ্ভূত শিব মূর্তির খোঁজ পান তিনি। মূর্তিটির আদল প্রচলিত শিব মূর্তির মত নয়, ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব মহাদেব।
advertisement
বিজয় নারায়ণ কুণ্ডু সেই মূর্তি তিনি নিয়ে আসেন বাড়িতে। মন্দির তৈরি করেন। এরপরই ঘটে এক অলৌকিক ঘটনা, শিব মূর্তি স্থাপনের পরই মারা যান পরিবারের এক সদস্য। ক্রমাগত বাধা আসতে থাকে বিভিন্ন কাজে। তারপরই বন্ধ হয়ে যায় শিবপুজো।
advertisement
শাস্ত্র মতে মা দূর্গা বা মা কালি ছাড়া শিব মূর্তির পুজো হয় না। আবার অনেকে বিশ্বাস করেন, যদিও বা হয় তবে শুধু শিব লিঙ্গের পুজো হতে পারে, একা শিব মূর্তির পুজো হয় না, তাতে মঙ্গলের পরিবর্ধে নেমে আসে ঘোর অমঙ্গল।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বছর বছর ধরে 'ঘুমন্ত' শিব ঠাকুর, অলৌকিক মন্দির ঘিরে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement