রাগের চোটে ইঁদুরকে থাবা, ভয় না পেয়ে বিড়ালের দিকে তেড়ে গেল ইঁদুর, মজার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
- Published by:Anulekha Kar
Last Updated:
এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
বিড়াল আর ইঁদুরের মোটেও মধুর সম্পর্ক নয়। বিড়াল দেখলেই ইঁদুর গর্তে ঢুকে পড়ে। কিন্তু বিড়ালের হাতে থাবা খাওয়ার পরেও ইঁদুরকে লড়াই করতে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এরকমই এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
ভিডিওতে দেখা গিয়েছে রাগের চোটে নিরীহ ইঁদুরটিকে থাবা মারছে একটি বিড়াল। কিন্তু ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে বিড়ালের দিকে তেড়ে আসছে ইঁদুরটি। ইঁদুরের এত সাহস দেখে অবাক হয়েছন নেটিজেনরা।
advertisement
থাপ্পড়ের অপমান সহ্য করতে না পেরেই ইঁদুরটি পর পর তিনবার আক্রমণ করে বিড়ালটিকে। ইঁদুরের সাহস দেখে পিছিয়ে আসে বিড়ালটিও। এই মজার ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের। ইঁদুরের সাহস দেখে বাহবা দিয়েছেন সকলেই।
advertisement
advertisement
যেখানে বিড়াল দেখা মাত্রই ইঁদুর ভয়ে পালিয়ে যায়, সেখানে বিড়ালের সঙ্গে সরাসরি সংঘর্ষে নেমেছে এই সাহসী ইঁদুর। নিজের অপমান কোনওমতেই সহ্য করেনি সে । প্রাণীটির সাহস অনুপ্ররণামূলক বলেই মনে করছেন নেট নাগরিকরা।
Location :
First Published :
December 05, 2022 6:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাগের চোটে ইঁদুরকে থাবা, ভয় না পেয়ে বিড়ালের দিকে তেড়ে গেল ইঁদুর, মজার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা