বাঘ আর বাঁদরের বন্ধুত্ব! শুনতে অবাক লাগলেও এরকমই এক ঘটনা ঘটেছে বাস্তবে। একসঙ্গে খুনসুটি করতে করতে খেলা করছে এক বাঁদর আর একটি বাঘ। এই মজার ভিডিওটি দেখে হাশি চেপে রাখতে পারছেন না নেটিজেরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এই আজগুবি দৃশ্য। যেখানে বাঘের সঙ্গে খেলতে দেখা গিয়েছে একটি বাঁদরকে। অবশ্য ২টি প্রানী বয়সে নিতান্তই শিশু। তাই শত্রুতা ভুলে বন্ধুত্ব হয়েছে ২জনের।
আরও পড়ুন: গরুকে কোলে নিয়ে চুম্বন! ঘুমন্ত পোষ্যকে আদরের এই ভিডিও দেখে তাজ্জব নেটিজনরা
ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে একটি বাঘের ছানা আর তার উপরে উঠে তাকে সমানে বিরক্ত করে যাচ্ছে একটি ছোট্ট বাঁদর। বাঘের ছানাটিও দিব্বি খেলায় মেতেছে বাঁদরটির সঙ্গে। সরিয়ে আনলেও ফের বাঘের ছানার দিকেই চলে যাচ্ছে বাঁদরটি। ২ পশুর এই নিষ্পাপ বন্ধুত্ব দেখে হাশির ফোয়ারা উঠেছে নেট মাধ্যমে। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন অনেকেই।
View this post on Instagram
ভিডিওটি টাইগারস ভিডিওস নামক একটি ইন্স্টা প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করা মাত্রই প্রায় ৪২ হাজার ভিউজ হয়ে গিয়েছে এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Social media viral, Viral