গরুকে কোলে নিয়ে চুম্বন! ঘুমন্ত পোষ্যকে আদরের এই ভিডিও দেখে তাজ্জব নেটিজনরা
- Published by:Anulekha Kar
Last Updated:
ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তির কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে একটি গরু।
পশু ও মানুষের বহু আজগুবি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। কিন্তু কিছু এমন ভিডিও চোখে পড়ে যা দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। ফের এমনই এক হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তির কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে একটি গরু। আর তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। গরুটিকে চুম্বনও করছেন তিনি। চোখ বুজে মালিকের আদর খাচ্ছে নিরীহ প্রাণীটি। এই মর্মস্পর্শী ভিডিওটি মন কেড়েছেন নেটিজেনদের।
আরও পড়ুন: হিংস্র পশু যেন বাধ্য পোষ্য! ৩টি সিংহ নিয়ে একাই হেঁটে বেড়াচ্ছেন মহিলা, ভিডিও দেখলে অবাক হবেন
advertisement
advertisement
পশুপ্রেমের বহু গল্প মাঝে মধ্যেই চোখে পড়ে। তবে এইরূপ পশু প্রম দেখে অনেকেই বাহবা দিয়েছেন এই ব্যক্তিকে। অপরদিকে মানুষ আর পশুর এই ভালবাসার ভিডিও দেখে অবাক হয়েছেন বহু নেটিজেন।
Pure love.. 😊
🎥 IG: moustache_farmer pic.twitter.com/H9o22yck2p — Buitengebieden (@buitengebieden) December 1, 2022
advertisement
কুকুর, বিড়ালের প্রতি মানুষের প্রেম প্রায়ই দেখা যায় কিন্তু গরুর প্রতি মানুষের এতটা স্নেহ ভালবাসা সচরাচর খুব একটা চোখে পড়ে না। তাই এই ভালবাসার ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ ভিউজ হয়ে গিয়েছে ভিডিওটিতে।
Location :
First Published :
December 05, 2022 4:48 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গরুকে কোলে নিয়ে চুম্বন! ঘুমন্ত পোষ্যকে আদরের এই ভিডিও দেখে তাজ্জব নেটিজনরা