হিংস্র পশু যেন বাধ্য পোষ্য! ৩টি সিংহ নিয়ে একাই হেঁটে বেড়াচ্ছেন মহিলা, ভিডিও দেখলে অবাক হবেন

Last Updated:

একসঙ্গে তিন- তিনখানা সিংহকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন এক মহিলা!

খাঁচায় বন্দি সিংহ দেখলেই গা শিউরে ওঠে। সেখানে একসঙ্গে তিন- তিনখানা সিংহকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন এক মহিলা! যেন মনে হচ্ছে একাই ৩ সিংহকে চড়াচ্ছেন ওই মহিলা।
সিংহরাও কোনও সমস্যা ছাড়াই অনায়াসে এগিয়ে যাচ্ছে মহিলার সঙ্গে। এমন ভয়ঙ্কর ভিডিও দেখে অবাক হয়েছেন নেট নাগরিক। খোলা হিংস্র পশুর সঙ্গে একেবারে নির্ভীক মনে এগিয়ে যাচ্ছেন মহিলাটি। মনে ভয়ের লেশ মাত্র  নেই। সিংহরাও যেন আর হিংস্র পশু নেই, একেবারে বাধ্য পোষ্যের মত এগিয়ে যাচ্ছে মহিলার সঙ্গে।
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। হিংস্র পশু ও মানুষের এই বন্ধুত্ব দেখে অবাক হয়েছেন সকলেই। তবে অনেকেই আবার সমালোচনা করে লিখেছেন হিংস্র পশুকে এতটা বিশ্বাস না করাই ভাল। এর আগেও মানুষ ও পশুর একাধিক আজগুবি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। তবে স্বয়ং সিংহরাজের এমন কারনামা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেট জগতে।
advertisement
View this post on Instagram

A post shared by Jen (@girlfromparadise9)

advertisement
এদিকে খাঁচায় বন্দি পশু দেখলেও যেখানে কাছে যেতে ভয় লাগে সেখানে বাঁধন ছাড়া সিংহের সঙ্গে দিব্যি হাসি মুখেই এগিয়ে যাচ্ছেন এই মহিলা। তার সাহস দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা। এই অদ্ভুত ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হিংস্র পশু যেন বাধ্য পোষ্য! ৩টি সিংহ নিয়ে একাই হেঁটে বেড়াচ্ছেন মহিলা, ভিডিও দেখলে অবাক হবেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement