Mount Everest Highest Peak: বয়স 'মাত্র' ৫৫, এভারেস্ট জয় করে রেকর্ড জ্যোতির! চমকে দিলেন বিশ্বকে
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Mount Everest Highest Peak: ১৯ মে সকাল সাড়ে ৬টায় মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করে রেকর্ড গড়েছেন জ্যোতি।
ভোপাল: বয়স একটা সংখ্যা মাত্র। মনটাই আসল। সংকল্পে স্থির থাকলে কোনও কিছুই বাধা হতে পারে না। এই আপ্তবাক্যকেই আরও একবার সঠিক প্রমাণ করে ছাড়লেন ভোপালের ৫৫ বছর বয়সী মহিলা জ্যোতি রাত্রে। ১৯ মে সকাল সাড়ে ৬টায় মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করে রেকর্ড গড়েছেন জ্যোতি।
ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন জ্যোতি। মেপে খান। যোগব্যায়াম করেন নিয়মিত। আর পাহাড়ের প্রতি তাঁর দুর্বার টান। জ্যোতি এখনও পর্যন্ত এলব্রাস, কিলিমাঞ্জারো, আইল্যান্ড পিক এবং কোসিয়াসকোর মতো অনেক উঁচু শিখর জয় করেছেন। পর্বতারোহী হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। ভোপালে তাঁর স্কুল ইউনিফর্মের ব্যবসা রয়েছে। ছোটদের স্কুলের জামাকাপড় তৈরি করেন তিনি।
আরও পড়ুন: মুখে আনে রুচি, গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্যের যম এই সবজি প্রোটিনের খনি! আপনি খান তো?
ভেঙে দিয়েছেন আগের রেকর্ড: ৫৫ বছর বয়সে ৮৮৪৮.৮৬ মিটার আরোহণ করে বিশ্ব রেকর্ড করেছেন জ্যোতি রাত্রে। এর আগে ৫৩ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন সঙ্গীতা বহলে। এবার তাঁরই রেকর্ড ভাঙলেন জ্যোতি। এভারেস্টের সর্বোচ্চ শিখরে আরোহণকারী সবচেয়ে বয়স্ক মহিলার রেকর্ড এখন তাঁর ঝুলিতে। এটা ছিল জ্যোতির তৃতীয় প্রচেষ্টা।
advertisement
advertisement
আরও পড়ুন: আসছে রিমল! বৃষ্টি শুরু উপকূলে, থমথম করছে বকখালি-পাথরপ্রতিমা-ফ্রেজারগঞ্জ
এর আগে ২০২৩ সালে এভারেস্ট বিজয়ে বেড়িয়েছিলেন জ্যোতি। খারাপ আবহাওয়ার কারণে ৮১৬০ মিটার উচ্চতা থেকে ফিরে আসতে হয় তাঁকে। এবার অসম্ভবকে সম্ভব করেছেন। রাতে প্রবল ঠান্ডা বাতাসের বিরুদ্ধে লড়াই করে গাইড লাকপা নুরু শেরপা, মিং নুরু শেরপা এবং পাসাং তেনজিং শেরপাদের সহায়তায় পা রেখেছেন এভারেস্টের সর্বোচ্চ শিখরে।
advertisement
সাহাস হারাননি, চেষ্টা চালিয়ে গিয়েছেন: জ্যোতির স্বামী কেকে রাত্রে জানিয়েছেন, কোভিডের সময় ২০১৯ সালে পর্বতারোহী হয়ে ওঠার যাত্রা শুরু হয়। ব্যায়াম শুরু করেন। পাহাড়ে ওঠার জন্য সবরকমভাবে নিজেকে তৈরি করেন তিনি। ২০২৩ সালে জ্যোতি প্রথমবার এভারেস্টে চড়েন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নেমে আসতে হয়। তবে ভেঙে পড়েননি। সাহস হারাননি। ২০২৪ সালের জানুয়ারি থেকে ফের এভারেস্টে চড়ার প্রস্তুতি শুরু করেন তিনি। অবশেষে পরিশ্রমের ফল মিলল। এভারেস্টের সর্বোচ্চ শিখরে আরোহনকারী সবচেয়ে বয়স্ক মহিলার রেকর্ড গড়লেন তিনি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 8:31 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mount Everest Highest Peak: বয়স 'মাত্র' ৫৫, এভারেস্ট জয় করে রেকর্ড জ্যোতির! চমকে দিলেন বিশ্বকে