#মায়াপুর: আসলে ছাপান্ন ভোগ। কিন্তু নাকি শতাধিক। মায়াপুরে রাজাপুর মন্দির থেকে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে মাসির বাড়িতে গিয়েছেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। বছরে একবারই এই যাতায়াত। তাই জগতের নাথের পছন্দের পদ দিয়েই ভোগের আয়োজন। মেনুতে ডাল-ভাতের সঙ্গে রয়েছে কেক-মুড়ি-আইসক্রিমও।
আরও পড়ুন:কেন মাসির বাড়িতে পোড়া পিঠে দেওয়া হয় জগন্নাথকে?
মাসির বাড়িতে বেড়াতে গিয়েছেন। বছরে একবারই যাওয়া হয়। তাও মাত্র সাতদিনের জন্য। জগন্নাথ-বলরাম-সুভদ্রার আপ্যায়নে তাই কোনও ত্রুটি রাখা হচ্ছে না। প্রতিদিনই রান্না হচ্ছে জগন্নাথদেবের প্রিয় পদ। রথের দিন মায়াপুর রাজাপুর মন্দির থেকে ৫ কিলোমিটার পেরিয়ে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে মাসির বাড়ি যান জগন্নাথ। উলটো রথেই আবার রাজাপুরে ফিরেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। এক’টা দিন চলে ইচ্ছেমত খানাপিনা। দিনে সাতবার ভোগ দেয় মন্দির কর্তৃপক্ষ। তিনি জগতের নাথ। তাই দেশিয় খাবারের সঙ্গে বিদেশি খাবারও সমান পছন্দ ভগবানের।
আরও পড়ুন:রথ স্পেশাল: জগন্নাথকে দেওয়া হয় ৫৬ ভোগ, জানেন এই ভোগে কী কী থাকে?
মাসির বাড়িতে জগন্নাথের ভোগ------------------------------------------ ৫৬ ভোগ দেওয়ার রীতি- জগন্নাথদেবের পছন্দসই ১০০-র বেশি পদ রান্না- ভোগে থাকে ভাত, বিভিন্নরকম ডাল, একধরনের মিষ্টি ডাল- দই বড়া, মালপোয়া, পিঠে, পাটিসাপটা- এমনকী কেক, মুড়ি, আইসক্রিমওপ্রতিদিন প্রায় ৮০০ থেকে ১০০০ হাজার জন এখান থেকে প্রসাদ নেন। সেইমতই আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Food Items, Jagannath Dev, Mayapur, Menu, Rath Yatra