আমাদের দেশে নতুন বছরের শুরুতেই হিন্দুদের মহা উৎসব মকরসংক্রান্তি শুরু হয়ে যায়। সব বয়সের লোকেরাই এই উৎসবে পরিপূর্ণভাবে যোগদান করে বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্করা। ভিন্ন রঙের , ভিন্ন আকারের ঘুড়ির বাহারে আকাশ রঙের খেলায় মেতে ওঠে। প্রীতিটি বাড়ির ছাদে লোকেদের জমায়েত এবং সঙ্গে চলে খাওয়া দাওয়া ও গান বাজনা। সত্যি এইসব সুন্দর মুহূর্তকে ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের দেশে এমন দৃশ্য সবার কাছেই খুবই পরিচিত। এমন উৎসবের পরিবেশে আপনি কি কখনও বাঁদরকে ঘুড়ি ওড়াতে দেখেছেন ?
ছোট থেকেই আমরা আমাদের চারিপাশে বাঁদরদের এমন অনেক কীর্তিকলাপ দেখেছি যা আমাদের হতবাক করে দেয়। ইন্টারনেটও বাঁদরের অনেক মজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে আমরা তাদের মানুষের মতোই এমন অনেক কাজ করতে দেখেছি যা আমাদের চোখকে অবাক করে দিয়েছে। বাঁদরের হাস্যকর সব ক্লিপ আজও আমাদের প্রানখুলে হাসতে এবং আমাদের স্ট্রেস ভুলে যেতে সাহায্য করে।
এমন ঘটনার সাক্ষী ওখানকার অনেক বাসিন্দাকেই এই ভাইরাল ভিডিওতে উল্লাস করতে শোনা গেছে। এই অবাক করা দৃশ্যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে হাসির ফোয়ারা উঠেছে। মানুষ যে ঘুড়ি ওড়াতে পটু সেকথা আর নতুন কি , কিন্তু কোন বাঁদর যে এতো সুন্দরভাবে ঘুড়ি ওড়াতে পারে সেটা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই ভিডিওটি এখানে দেখুন-
View this post on Instagram
ভিডিওটির টেক্সচুয়াল লেআউটে লেখা আছে “ইয়ানহা কে বান্দর তাক পতংবাজি কে শৌকিন হ্যায়। (এখানে বানররাও ঘুড়ি ওড়ানো পছন্দ করে)।ভিডিওর ভিজ্যুয়াল ফুটেজ দেখে মনে হয় ভিডিওটি রাজস্থানের জয়পুরে রেকর্ড করা হয়েছে। এই হাস্যকর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ৪.৫ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৪৪০ হাজার লাইকস পেয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।
একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন "ইয়ে সহি সে উদ নেহি রাহা (এটি সঠিকভাবে উড়ছে না)"অপর একজন ব্যঙ্গ করে বলেছেন “ইয়ে ইন্ডিয়া হ্যায়, ইয়ানহা পার কুছ ভি হো সক্ত হ্যায় ইয়াহা (এটা ভারত, এখানে অনেক কিছুই ঘটতে পারে),”অনেকে আবার হাসির ইমোজি পোস্ট করে নিজেদের অনুভূতি কমেন্ট বক্সে প্রকাশ করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Internet, Kite, Makar sankranti, Monkey, Viral Video