হোম /খবর /পাঁচমিশালি /
চুম্বকের মতো টাকা টানে এই গাছ! একবার বাড়িতে লাগালে অর্থের অভাব হবে না

চুম্বকের মতো টাকা টানে এই গাছ! একবার বাড়িতে লাগালে অর্থের অভাব হবে না

Money Plant: এই গাছ বাড়িতে লাগানোর নিয়ম আছে। ভুল দিকে লাগালে বিপদ বাড়বে কিন্তু। জেনে নিন।

  • Share this:

কলকাতা: বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছ-গাছালির কথা বলা হয়েছে, যেগুলো বাড়িতে সঠিক দিকে লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে সুখ-সমৃদ্ধি থাকে এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটে।

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, কিছু গাছ বাড়ির ভিতরে লাগানো শুভ। আবার কিছু বাড়ির বাইরে লাগালে ভাল ফল পাওয়া যায়।

বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের কথা বলা হয়েছে। এটি ঘরে লাগালে সৌন্দর্যের বিকাশ ঘটে এবং শুভ বলে মনে করা হয়। বাড়িতে সঠিক দিকে এই গাছ থাকলে জীবনে অর্থের অভাব হয় না।

আরও পড়ুন- সোমবার ট্রেনে উঠলে নামবেন শুক্রবার! ভারতের সব থেকে লম্বা ট্রেন রুট এটাই

মানি প্ল্যান্টের গাছ আর্থিক সংকটের থেকে বাঁচায়। এর ফলে ঘরে থাকে লক্ষ্মীর অধিষ্ঠান। বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর সঠিক নিয়ম সম্পর্কে জানাটা দরকার সবার আগে।

ঘর সাজানোর জন্য অনেক গাছ-গাছালির কথা বলা হয়েছে। কিন্তু বাস্তু মতে, কিছু গাছ ঘর সাজানোর পাশাপাশি সুখ-সমৃদ্ধি দেয়। এর মধ্যে মানি প্ল্যান্ট গাছ অন্যতম।

প্রায়ই আপনি অনেকের বাড়িতে এই গাছ লাগানো দেখেছেন। এটি ঘরে লাগালে মা লক্ষ্মী চিরকাল গৃহে বসবাস করেন। ফলে সংসারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে সম্পর্কে মধুরতা আসে। এটি প্রয়োগ করার সময় কিছু নিয়ম মেনে চললেই শুভ ফল পাওয়া যায়।

আরও পড়ুন- জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? কিছুতেই হাতে থাকছে না? চটপট জেনে নিন সহজ সমাধান!

অনেকে প্রায়ই বলেন, বাড়িতে চুরি করা মানি প্ল্যান্ট লাগানো শুভ। কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, চুরি করে কখনও মানি প্ল্যান্ট লাগানো উচিত নয়। বরং টাকা দিয়ে কেনা মানি প্ল্যান্টকে শুভ বলে মনে করা হয়।

কথিত আছে, মানি প্ল্যান্ট কখনই মাটি স্পর্শ করা উচিত নয়। এর লতাগুলি মাটিতে যেন স্পর্শ না করে! এতে নেতিবাচক শক্তি উৎপন্ন হয়।

Published by:Suman Majumder
First published:

Tags: Money plant, Vastu