ভারতীয় রেলের নেটওয়ার্ক এমনিতেই বিশাল। তবে একটি এমন রুট রয়েছে যা দেশের মধ্যে সব থেকে লম্বা। সেই রুটে আপনার গন্তব্যেো পৌঁছতে তিন দিনের বেশি সময় লেগে যাবে।
2/ 5
বহু লম্বা রুট ট্রেনে চেপে পেরোতে এক বা দুই দিন লাগে বড়জোর। তবে এই রুটে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় ৮৪ ঘণ্টা।
3/ 5
বিবেক এক্সপ্রেসে (22503) কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড়ে পৌঁছতে সময় লাগে ৮৪ ঘণ্টা। এটাই ভারতীয় রেলের সব থেকে লম্বা রুট।
4/ 5
৪২৭৩ কিমি রাস্তা। ৫৯টি স্টেশন। এমন লম্বা রুট পার করতে ট্রেনে বসে থাকতে থাকতে অনেকে বিরক্ত হয়ে যান।
5/ 5
কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পৌঁছতে মোট আটটি রাজ্যের মধ্য দিয়ে যায় এই ট্রেন। বুঝতেই পারছেন কতটা লম্বা এই রুট!
সোমবার ট্রেনে উঠলে নামবেন শুক্রবার! ভারতের সব থেকে লম্বা ট্রেন রুট এটাই
ভারতীয় রেলের নেটওয়ার্ক এমনিতেই বিশাল। তবে একটি এমন রুট রয়েছে যা দেশের মধ্যে সব থেকে লম্বা। সেই রুটে আপনার গন্তব্যেো পৌঁছতে তিন দিনের বেশি সময় লেগে যাবে।