Sawan 2025 Miracle in Mahadeva Mandir: ঘণ্টার তালে তালে বেলপাতার তাণ্ডব নাচ! শ্রাবণ শুরুর ঠিক আগেরদিনই শিব মন্দিরে অলৌকিক ঘটনা, ভাইরাল ছবি দেখুন

Last Updated:

Sawan 2025 Miracle in Mahadeva Mandir: মধ্যপ্রদেশের জব্বলপুরে শ্রাবণ উৎসবের ঠিক একদিন আগে দেখা গেল ভগবান শিবের সামনে এক অলৌকিক ঘটনা। যেখানে ঘণ্টা বাজতেই তার তালে তালে নেচে উঠছে একটি বেলপাতা, যা দেখে অনেকেই মনে করছেন, ভোলেনাথের সামনে সেটি তাণ্ডব দেখাচ্ছে।

শিবমন্দিরে বেলপাতার নাচ।
শিবমন্দিরে বেলপাতার নাচ।
জব্বলপুরঃ মধ্যপ্রদেশের জব্বলপুরে শ্রাবণ উৎসবের ঠিক একদিন আগে দেখা গেল ভগবান শিবের সামনে এক অলৌকিক ঘটনা। যেখানে ঘণ্টা বাজতেই তার তালে তালে নেচে উঠছে একটি বেলপাতা, যা দেখে অনেকেই মনে করছেন, ভোলেনাথের সামনে সেটি তাণ্ডব দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন তুমুল ভাইরাল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের মহারাজপুরের একটি শিব মন্দিরে।
ভোলানাথের পুজো করতে বৃহস্পতিবার সকালে যখন শিব মন্দিরে হাজির হন ভক্তরা। সেইসময় ভক্তরা ঘণ্টা বাজাতেই ভোলেনাথের সামনে রাখা বেলপাতা তালে তালে দুলে ওঠে। এই দৃশ্য দেখে ভক্তদের চোখ জলে ভরে ওঠে, তাঁরা অদ্ভুত একটা অলৌকিক জিনিস অনুভব করেন। একবারই এই ঘটনা ঘটেছে এমন নয়, ভক্তরা আবারও ঘণ্টা বাজাতেই, তার তালে তালে দুলে ওঠে সেই বেলপাতা।
advertisement
আরও পড়ুনঃ কলকাতার কাছেই অপরূপ ‘এই’ ফার্মস্টে! ছবির চেয়েও বেশি সুন্দর, সঙ্গীকে নিয়ে ছুটি কাটুক নিভৃতে, রইল ঠিকানা
প্রথমে অনেকেই ভেবেছিলেন মন্দিরের বাইরে স্বাভাবিকভাবেই হাওয়া বইছে, তাতেই উড়ছে পাতাটি। কিন্তু পরে অনেকেই বুঝতে পারেন সেই পাতাটি নড়লেও আশপাশের আর কোনও পাতা বা ফুল কিছুই নড়ছে না। তখনই তাঁরা অনুভব করেন এটি অলৌকিক কোনও ঘটনা। শ্রাবণ মাস শুরুর ঠিক একদিন আগের এই ঘটনা জব্বলপুরে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে খুব ‘বাথরুম’ পেলে লোকো পাইলটরা কোথায় যান? ৯০% মানুষেরই উত্তর অজানা, আপনি জানেন?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শিব ভক্ত রাম একবার ঘণ্টা বাজাচ্ছেন, সঙ্গে সঙ্গেই নড়ে উঠছে বেলপাতা। এরপর ভক্তরা আবার ঘণ্টা বাজানো মাত্রই ফের নেচে ওঠে বেলপাতাটি। তবে সবাই বাজালেই সেটি নড়ে উঠেছে এমন নয়। শিব ভক্ত রাম নামে এক ব্যক্তি এই কাজ করলে ফের নড়ে ওথে পাতাটি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তরা একে একদিকে অলৌকিক বলছেন এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে অন্যরা এখনও আশ্বস্ত হতে পারছেন না। অনেকের মতে এটি অন্য কোনও কারণে ঘটেছে, তার সঙ্গে অন্ধবিশ্বাসের কোনও যোগ নেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sawan 2025 Miracle in Mahadeva Mandir: ঘণ্টার তালে তালে বেলপাতার তাণ্ডব নাচ! শ্রাবণ শুরুর ঠিক আগেরদিনই শিব মন্দিরে অলৌকিক ঘটনা, ভাইরাল ছবি দেখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement