Meme Dog Kabosu Died: একটি খারাপ খবর, মারণরোগের কামড়ে 'বিশ্বের সবচেয়ে সুখী কুকুর' কাবুসুর মৃত্যু!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Meme Dog Kabosu Died: শিবা ইনু প্রজাতির এই কুকুর ক্রিপ্টোকারেন্সি ডগিকয়েনেরও প্রতীক। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা নেটবিশ্ব।
কলকাতা: অদ্ভুত সুন্দর চোখের ভঙ্গিমায় যেন হাসিমুখে তাকিয়ে রয়েছে কুকুরটি। এই মিম সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় ও ভাইরাল ছবি। এই কুকুরটির ছবি আপনিও হয়তো না জেনেই কত মানুষকে পাঠিয়েছেন। কিন্তু দুঃখের খবর হল, সেই জনপ্রিয় কুকুর কাবুসু মারা গিয়েছে।
গোটা দুনিয়া চেনে তাকে। তাকে নিয়েই তৈরি হয়েছে অসংখ্য মিম। শিবা ইনু প্রজাতির এই কুকুর ক্রিপ্টোকারেন্সি ডগিকয়েনেরও প্রতীক। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা নেটবিশ্ব। শুক্রবার এক্স হ্যান্ডলে কাবুসুর মৃত্যুসংবাদ জানায় ডজকয়েন। সেখানে লেখা হয়েছে, ‘আজ ঘুমের মধ্যে প্রভুর কোলে শান্তিতে মৃত্যু হয়েছে আমাদের আদর্শ কাবুসুর। আনন্দ আর অসীম ভালবাসা ছাড়া ও কিছুই বুঝত না। বিশ্বে কাবোসুর জনপ্রিয়তা সংখ্যায় মাপা যায় না।’
advertisement
আরও পড়ুন: জুনের সঙ্গে জওয়ানের তর্কাতর্কি, মারাত্মক অভিযোগ তৃণমূল প্রার্থীর! সকাল সকাল হলটা কী?
মিমের মুখ হিসেবে গোটা পৃথিবীতে পরিচিত এই জাপানি কুকুর। মজার ছলে কুকুরটির মুখ ব্যবহার করে তৈরি হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ডজকয়েন। মুহূর্তের মধ্যে মানুষের মন জয় করে নেয় এই সৃষ্টি। নিমেষের মধ্যে ডজকয়েনের অসংখ্য অনুরাগী তৈরি হয়। এই সাফল্যকে মাথায় রেখে পরবর্তীতে কুকুরের মুখ ব্যবহার করে শিবা ইনু এবং ফ্লোকির মতো টোকেন তৈরি হয়।
advertisement
advertisement
কাবুসুর খ্যাতি পৌঁছেছিল এক্সের দোরগোড়ায়। ইলন মাস্ক কিছুদিনের জন্য কাবুসুর ছবিকে এক্সের লোগোও বানান। অবশেষে ১৯ বছর বয়সে ইহলোক ত্যাগ করল কাবুসু। কঠিন রোগে ভুগছিল অনেক দিন ধরে । অবশেষে সেই লড়াই শেষ হল কাবুসুর। কোলানজিওহেপাটাইটিস ও ক্রনিক লিম্ফোমা লিউকিমিয়াতে ভুগছিল কাবুসু। সেই রোগই অবশেষে কাড়ল তাঁর প্রাণ। কাবো-চ্যানের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে আগামী ২৬ মে, স্মরণসভা করা হবে বেলা ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 10:26 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Meme Dog Kabosu Died: একটি খারাপ খবর, মারণরোগের কামড়ে 'বিশ্বের সবচেয়ে সুখী কুকুর' কাবুসুর মৃত্যু!