মানালিতে হানিমুনের রাত, 'রোম্যান্টিক' ভিডিও পুরোটা রেকর্ড করলেন দম্পতি...! ব্যক্তিগত মুহূর্ত নিমেষে ছড়াল নেটদুনিয়ায়

Last Updated:

Honeymoon Night in Manali: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হানিমুনের রোমান্টিক ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। অনেক দম্পতি নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নেটমাধ্যমে শেয়ার করছেন। এমনই একটি মানালির হানিমুনের ভিডিও ফের চর্চায় এসেছে।

এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
মানালি: বর্তমান যুগে বিয়ের পর হানিমুনে যাওয়া খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ নবদম্পতিই বিয়ের আগে হানিমুনের পরিকল্পনা করে ফেলেন। অনেকে আবার নিজেদের বিশেষ মুহূর্তের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। এমনই এক দম্পতির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। বিয়ের পর তাঁরা মানালি হানিমুনে গিয়েছিলেন এবং হোটেল ঘরের কিছু বিশেষ মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই শুরু হয় সমালোচনা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন Honeymoon Night in Manali। অর্থাৎ, ভিডিওর দৃশ্যগুলি রাতের। ভিডিওতে দেখা গিয়েছে, হানিমুনে ঘরে ঢোকার পর নবদম্পতিকে স্বাগত জানাতে ফুল দিয়ে বিছানায় লেখা রয়েছে Happy Honeymoon Love। বিছানার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি। পাশে রয়েছে শ্যাম্পেনের বোতল, দুটি গ্লাস এবং মোমবাতির আলোয় সাজানো রোমান্টিক পরিবেশ। এসব দেখে নববধূ খুশি হয়ে স্বামীকে ধন্যবাদ জানান এই বিশেষ রাতের জন্য।
advertisement

View this post on Instagram

A post shared by Shaon Mitra (@shaonmitra_)

advertisement
এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
advertisement
জানা গিয়েছে, এই ভিডিওটি প্রায় এক বছর আগের, তবে এখনও তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং হাজার হাজার লাইক পড়েছে। একদিকে সমালোচনা, অন্যদিকে অনেকেই তাঁদের রোমান্টিক মুহূর্তকে পছন্দও করছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মানালিতে হানিমুনের রাত, 'রোম্যান্টিক' ভিডিও পুরোটা রেকর্ড করলেন দম্পতি...! ব্যক্তিগত মুহূর্ত নিমেষে ছড়াল নেটদুনিয়ায়
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement