Viral Story: বাড়ি ফিরেই আদর করেন প্রিয় কুকুরকে! কিন্তু জানেন ওদের লালায় কী থাকে? খুব সাবধান

Last Updated:

কুকুরের কিছু নিজস্ব স্বভাব বৈশিষ্ট্য আছে। কুকুরদের প্রায়ই তাদের প্রভুর মুখ চাটতে দেখা যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কুকুরকে সবথেকে অনুগত প্রাণী হিসাবে ধরা হয়।  কোনও বিপদ দেখলেই  তাদের প্রথম লক্ষ্য থাকে তাদের প্রভুকে রক্ষা করা। অনেকে তাদের কুকুরকে লন্তানের মতো লালন-পালন করে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর পর তাদের সম্পত্তি এই কুকুরের নামে হস্তান্তর করে। কেউ কেউ তো তাদের বাড়িতে কুকুরের জন্য আলাদা ঘর তৈরি করে।
advertisement
কুকুরের কিছু নিজস্ব স্বভাব বৈশিষ্ট্য আছে। কুকুরদের প্রায়ই তাদের প্রভুর মুখ চাটতে দেখা যায়। মালিকেরা এটিকে ভালবাসা প্রকাশের উপায় ভাবেন। আপনি অফিস থেকে ফিরলে বা দূরের কোনও জায়গা থেকে অনেক দিন পরে বাড়ি ফিরলে দেখবেন সে আপনার উপর একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে। কুকুরের লালা কি শরীরের পক্ষে ভাল?
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, অণুবীক্ষণ যন্ত্রের ভিতর স্লাইডটি রাখার সঙ্গে সঙ্গে  শত শত পোকামাকড় হামাগুড়ি দিতে দেখা যাচ্ছে। এগুলো এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। কুকুর যখন আপনার মুখ বা হাত চাটে, তখন এই পোকামাকড় আপনার শরীরে লেগে থাকে। অনেকে এর পরেও মুখ-হাত ধোয় না। এমতাবস্থায় এগুলো রোগের আবাসস্থল হয়ে ওঠে। তাই আপনার প্রিয় পোষ্যকে আপনি অবশ্যই ভালবাসবেন কিন্তপ সাবধানে।
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: বাড়ি ফিরেই আদর করেন প্রিয় কুকুরকে! কিন্তু জানেন ওদের লালায় কী থাকে? খুব সাবধান
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement