Viral Story: মহিলাকে কোলে চাপিয়ে ঝড়ের বেগে বাইক চালাচ্ছেন তরুণ... তারপর যা হল…. ভাইরাল হতেই শিউরে উঠল নেটিজেনরা

Last Updated:

এটা কোনও ফিল্মের দৃশ্য কিংবা শ্যুটিংয়ের ঘটনা নয়। একেবারেই সত্য ঘটনা।

বাইক চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আর দিব্যি তাঁর কোলে বসে রয়েছেন এক মহিলা। এখানেই শেষ নয়, ওই মহিলা আবার বাইক চালকের গলা জড়িয়ে রেখেছেন। এটা কোনও ফিল্মের দৃশ্য কিংবা শ্যুটিংয়ের ঘটনা নয়। একেবারেই সত্য ঘটনা। বেঙ্গালুরুর এহেন চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই ভিডিও ফুটেজই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই এই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। আর এই ফুটেজ নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। রীতিমতো তল্লাশি চালিয়ে ওই যুগলকে খুঁজে বার করেছে তারা।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ওই বাইক চালকের খোঁজ পাওয়া গিয়েছে। তার নাম সিলাম্বারাসেন। ২১ বছর বয়সী ওই তরুণ বেঙ্গালুরুর শামপুরা এমভি লেআউটের বাসিন্দা। বেঙ্গালুরুর ডিসিপি ট্রাফিক নর্থ ইন্ডিয়া টুডে-র কাছে জানিয়েছে যে, “ওই অপরাধীর খোঁজ মিলেছে। এর আগে সে কী কী নিয়ম ভেঙেছে, সেই তালিকা আমরা খতিয়ে দেখব।” ইতিমধ্যেই অভিযুক্তের গাড়িটি বাজেয়াপ্ত করেছে ট্রাফিক পুলিশ। সেই সঙ্গে তার বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করা হবে।
advertisement
ভিডিওটি ঠিক কবেকার, সেটা অবশ্য জানা যায়নি। তাতে দেখা যাচ্ছে যে, মহিলা একপেশে হয়েই বাইক চালকের কোলে বসে রয়েছেন এবং তাঁর গলা জড়িয়ে রেখেছেন। এরপর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বাইকটির নম্বর প্লেট খুঁজে পায় বেঙ্গালুরু পুলিশ। তারপরেই ধরা হয় অভিযুক্তকে।
advertisement
advertisement
ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা (বেপরোয়া ভাবে কিংবা অবহেলা করে গাড়ি চালানো, যার ফলে মানুষের জীবন বিপন্ন হয়)-য় এবং মোটর ভেহিকেলস আইনের ১৮৪ ধারা (বেপরোয়া ভাবে গাড়ি চালানো), ১৮৯ ধারা (জনবহুল রাস্তায় তীব্র গতিতে গাড়ি চালানো অথবা গাড়ি দৌড় বা রেসিং), ১২৯ ধারা (গাড়ি চালানোর সময় হেলমেট না পরা) এবং ১৭৭ ধারা (ট্রাফিক নিয়ম না মানা এবং কাউকে নিজের গাড়ি নিয়ন্ত্রণে বাধা দেওয়ার অনুমতি দেওয়া)-র অধীনে ওই তরুণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
advertisement
Original Link: https://www.news18.com/india/man-rides-bike-with-woman-sitting-on-his-lap-in-bengaluru-video-goes-viral-video-8896517.html
Written By: Upasana
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: মহিলাকে কোলে চাপিয়ে ঝড়ের বেগে বাইক চালাচ্ছেন তরুণ... তারপর যা হল…. ভাইরাল হতেই শিউরে উঠল নেটিজেনরা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement