Mahalaya 2022| Durga Puja 2022|| পুজোর দু'মাসও বাকি নেই, জানুন এ বারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ, মহেন্দ্রক্ষণ

Last Updated:

Mahalaya 2022 date, time, importance & significance: এ বারে ২৫ সেপ্টেম্বর মহালয়া। ১ অক্টোবর মহাষষ্ঠী। এ দিনেই হয় মা দুর্গার বোধন। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, আর দেবীপক্ষের বা মাতৃপক্ষের সূচনা।

ফাইল ছবি।
ফাইল ছবি।
#কলকাতা: দুর্গাপুজো আসতে আর মাত্র মাসখানেক। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বারে পুজো বেশ খানিকটা আগে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই মহালয়া। অক্টোবরের প্রথম দিন থেকেই শোনা যাবে ঢাকের বাদ্যি।
এ বারে ২৫ সেপ্টেম্বর মহালয়া। ১ অক্টোবর মহাষষ্ঠী। এ দিনেই হয় মা দুর্গার বোধন। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, আর দেবীপক্ষের বা মাতৃপক্ষের সূচনা। মহালয়ার দিন পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। গঙ্গার ঘাটে ঘাটে এ দিন তর্পণ করেন লক্ষ লক্ষ মানুষ। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। মহালয়া শব্দের অর্থ মহান আলয় বা আশ্রম।
advertisement
advertisement
আরও পড়ুন: নিউটাউনের মহিলা পরিচালিত দুর্গাপুজো, 'বঙ্গ জননী' থিমে এ বার মাতবে শহর
এ বারে মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। বাংলা তারিখ অনুযায়ী ৭ আশ্বিন রবিবার। ২৪ সেপ্টেম্বর, ৭ আশ্বিন রাত ২টো ৫৫ মিনিট ৩৯ সেকেন্ড থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। ২৫ সেপ্টেম্বর রবিবার রাত ৩টে বেজে ২৪ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত তা স্থায়ী থাকবে।
advertisement
২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। এ দিন থেকেই বাঙালির পুজো (Durga Puja 2022) শুরু। মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার (Bangla News)। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান। ২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২ অক্টোবর। অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। ৪ অক্টোবর মহানবমী। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahalaya 2022| Durga Puja 2022|| পুজোর দু'মাসও বাকি নেই, জানুন এ বারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ, মহেন্দ্রক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement