Durga Puja 2022|| এ বছরের দুর্গাপুজো-লক্ষ্মী পুজো-কালীপুজো-ভাইফোঁটা কবে? ক্যালেন্ডার মিলিয়ে দেখুন দিনক্ষণ...

Last Updated:
Durga Puja, Lakshmi Puja, Kali Puja 2022 Dates: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই ১ অক্টোবর।
1/9
*দুর্গাপুজো এল বলে। হাতে আর মাত্র মাসখানেক। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নির্মাণের কাজ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া (Mahalaya 2022) পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজো এল বলে। হাতে আর মাত্র মাসখানেক। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নির্মাণের কাজ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া (Mahalaya 2022) পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো শুরু। সংগৃহীত ছবি। 
*২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো শুরু। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান। সংগৃহীত ছবি। 
*মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২ অক্টোবর। একই দিনে গান্ধিজয়ন্তী। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে দুঃখে কাতর হন, তাঁদের ওইদিন ছুটি। তবে একইদিন গান্ধিজয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হবে সরকারী এবং বেসরকারি কর্মীদের। সংগৃহীত ছবি। 
*২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২ অক্টোবর। একই দিনে গান্ধিজয়ন্তী। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে দুঃখে কাতর হন, তাঁদের ওইদিন ছুটি। তবে একইদিন গান্ধিজয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হবে সরকারী এবং বেসরকারি কর্মীদের। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। সপ্তাহের শুরু হবে পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিনে।  সংগৃহীত ছবি। 
*অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। সপ্তাহের শুরু হবে পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিনে।  সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*৪ অক্টোবর মহানবমী। নবমী নিশি পোহাতেই বেজে উঠবে বিষাদের সুর। সংগৃহীত ছবি। 
*৪ অক্টোবর মহানবমী। নবমী নিশি পোহাতেই বেজে উঠবে বিষাদের সুর। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে। সেদিনই দেশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা। সংগৃহীত ছবি। 
*বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে। সেদিনই দেশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। কারণ তাঁরাও বাড়িতে পুজোর আয়োজন করতে পারবেন বিনা বাধায়। সংগৃহীত ছবি। 
*লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। কারণ তাঁরাও বাড়িতে পুজোর আয়োজন করতে পারবেন বিনা বাধায়। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। স্বাভাবিকভাবেই ভাইফোঁটা ২৬ অক্টোবর, বুধবার। সংগৃহীত ছবি।
*কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। স্বাভাবিকভাবেই ভাইফোঁটা ২৬ অক্টোবর, বুধবার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement