Maha Shivratri 2023 Viral Video: পরণে লাল পাড় সাদা শাড়ি! শিবরাত্রিতে নদী-পাহাড়, আকাশ-বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় জল ঢাললেন যুবতী, ভিডিও ভাইরাল

Last Updated:

Maha Shivratri 2023 Viral Video: তাঁদের প্রেমের সাক্ষী থেকেই যেন মনে মনে হাজার হাজার শঙ্খ বেজে উঠেছে, শিবরাত্রির দিন সব কিছুকে হারিয়ে জয়ী প্রেম!

Maha Shivratri 2023 Viral Video: মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় ডল ঢাললেন
Maha Shivratri 2023 Viral Video: মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় ডল ঢাললেন
Maha Shivratri Viral Video: প্রেমের সংজ্ঞা অত্যন্ত কঠিন যেমন নয় তেমনই অঙ্ক কষে প্রেম বুঝিয়ে দেওয়াটা মোটেই সহজ কাজ নয়, বিভিন্ন কবি, সাহিত্যিকের সাহিত্যে বারেবারে প্রেমের নানান নিদর্শন পাওয়া গিয়েছে ৷ প্রত্যেকেই প্রায় কম বেশি প্রেমকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছেন আসলে প্রেম হল এক অনুভূতি যা জীবনকে গড়ে তোলে ৷ প্রেমের জন্য নতুন করে আর কিছু বলার নেই তবুও রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে ব্যাখ্যা করেছেন রেল ইঞ্জিনের সঙ্গে, ভালবাসা আলে রেল ইঞ্জিনের মত ৷
রেল ইঞ্জিন যেমন ট্রেনকে কখনও সামনে টানে আবার কখনও পিছনেও, তেমনই ভালবাসাও মানুষকে মহান করে, তেমনই ভালাবাসাতেই মানুষ শয়তান, আসলে মানুষই প্রেম করে আবার সেই মানুষই প্রেম করে ৷ অনেক কবি ব্যাখ্যা করেছেন প্রেম আসলে সিগারেট ৷ শুরুটা হয় আগুন দিয়ে, শেষটা হয় ছাই নিয়ে ৷ সে প্রেম যেমনই হোক না কেন দৃষ্টিভঙ্গিই আসল ৷
advertisement
আসলে প্রেমের উপস্থিতি জীবন ঠিক কেমন, তার উপরেই জীবনের হাসিকান্না, হীরাপান্না নির্ভর করে ৷ এমনই এক ভিডিও শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ শিবরাত্রির দিনের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের প্রিয় মানুষ বা প্রেমের মানুষকে চিরতরে পাওয়ার আশায় এক মেয়ে মাঝ রাস্তায় তাঁর প্রিয়র মাথায় জল ঢালছেন সেখানে একটি গান বাজছে তুঝমে ম্যায় রব দিখতা হুঁ ৷
advertisement
advertisement
অর্থাৎ তোমার মধ্যেই আমি আমার ঈশ্বরকে দেখতে পাই ৷ হয়তও এও প্রেমের অন্য ভাষা ৷ মেয়েটি তাঁর মনের মানুষকে নিয়ে এমন ভিডিও শ্যুট করেছেন যা সত্যি সত্যি ভালবাসার এক আলাদা মাত্রা সৃষ্টি করেছে ৷ আকাশ বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় এমন প্রেম নিবেদন আগামী বেশ কয়েক বছর মনে রাখবেন সবাই আশা করা যায় ৷
advertisement
আরও পড়ুন: Youtube Video Fraud: সোশ্যাল মিডিয়ায় ভিডিও লাইক অভ্যাস পথে বসাবে! ইউটিউবে লাইক করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার মহিলা
ভালবাসার এই নতুন ভাষাকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পছন্দ করেছে ৷ মাত্র কয়েক ঘণ্টায় হাজার হাজার ভিউ হয়েছে, প্রতি মুহূর্তেই তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আপনাদের জন্যও রইল সেই ভাইরাল ভিডিও ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Maha Shivratri 2023 Viral Video: পরণে লাল পাড় সাদা শাড়ি! শিবরাত্রিতে নদী-পাহাড়, আকাশ-বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় জল ঢাললেন যুবতী, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement