Maha Shivratri 2023 Viral Video: পরণে লাল পাড় সাদা শাড়ি! শিবরাত্রিতে নদী-পাহাড়, আকাশ-বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় জল ঢাললেন যুবতী, ভিডিও ভাইরাল
- Published by:Arjun Neogi
Last Updated:
Maha Shivratri 2023 Viral Video: তাঁদের প্রেমের সাক্ষী থেকেই যেন মনে মনে হাজার হাজার শঙ্খ বেজে উঠেছে, শিবরাত্রির দিন সব কিছুকে হারিয়ে জয়ী প্রেম!
Maha Shivratri Viral Video: প্রেমের সংজ্ঞা অত্যন্ত কঠিন যেমন নয় তেমনই অঙ্ক কষে প্রেম বুঝিয়ে দেওয়াটা মোটেই সহজ কাজ নয়, বিভিন্ন কবি, সাহিত্যিকের সাহিত্যে বারেবারে প্রেমের নানান নিদর্শন পাওয়া গিয়েছে ৷ প্রত্যেকেই প্রায় কম বেশি প্রেমকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছেন আসলে প্রেম হল এক অনুভূতি যা জীবনকে গড়ে তোলে ৷ প্রেমের জন্য নতুন করে আর কিছু বলার নেই তবুও রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে ব্যাখ্যা করেছেন রেল ইঞ্জিনের সঙ্গে, ভালবাসা আলে রেল ইঞ্জিনের মত ৷
রেল ইঞ্জিন যেমন ট্রেনকে কখনও সামনে টানে আবার কখনও পিছনেও, তেমনই ভালবাসাও মানুষকে মহান করে, তেমনই ভালাবাসাতেই মানুষ শয়তান, আসলে মানুষই প্রেম করে আবার সেই মানুষই প্রেম করে ৷ অনেক কবি ব্যাখ্যা করেছেন প্রেম আসলে সিগারেট ৷ শুরুটা হয় আগুন দিয়ে, শেষটা হয় ছাই নিয়ে ৷ সে প্রেম যেমনই হোক না কেন দৃষ্টিভঙ্গিই আসল ৷
advertisement
আসলে প্রেমের উপস্থিতি জীবন ঠিক কেমন, তার উপরেই জীবনের হাসিকান্না, হীরাপান্না নির্ভর করে ৷ এমনই এক ভিডিও শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ শিবরাত্রির দিনের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের প্রিয় মানুষ বা প্রেমের মানুষকে চিরতরে পাওয়ার আশায় এক মেয়ে মাঝ রাস্তায় তাঁর প্রিয়র মাথায় জল ঢালছেন সেখানে একটি গান বাজছে তুঝমে ম্যায় রব দিখতা হুঁ ৷
advertisement
advertisement
অর্থাৎ তোমার মধ্যেই আমি আমার ঈশ্বরকে দেখতে পাই ৷ হয়তও এও প্রেমের অন্য ভাষা ৷ মেয়েটি তাঁর মনের মানুষকে নিয়ে এমন ভিডিও শ্যুট করেছেন যা সত্যি সত্যি ভালবাসার এক আলাদা মাত্রা সৃষ্টি করেছে ৷ আকাশ বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় এমন প্রেম নিবেদন আগামী বেশ কয়েক বছর মনে রাখবেন সবাই আশা করা যায় ৷
advertisement
আরও পড়ুন: Shani Uday In 2023: শনিদেব উদয় হলেই শশ মহাপুরুষ রাজযোগ, টাকা পয়সা বাড়ি গাড়িতে মালামাল হবে ৩ রাশি
আরও পড়ুন: Youtube Video Fraud: সোশ্যাল মিডিয়ায় ভিডিও লাইক অভ্যাস পথে বসাবে! ইউটিউবে লাইক করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার মহিলা
ভালবাসার এই নতুন ভাষাকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পছন্দ করেছে ৷ মাত্র কয়েক ঘণ্টায় হাজার হাজার ভিউ হয়েছে, প্রতি মুহূর্তেই তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আপনাদের জন্যও রইল সেই ভাইরাল ভিডিও ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 7:36 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Maha Shivratri 2023 Viral Video: পরণে লাল পাড় সাদা শাড়ি! শিবরাত্রিতে নদী-পাহাড়, আকাশ-বাতাস সাক্ষী রেখে মাঝ রাস্তায় প্রিয়জনের মাথায় জল ঢাললেন যুবতী, ভিডিও ভাইরাল