Lucknow Woman Death: অত্যাধিক কাজের চাপ ! অফিসেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর

Last Updated:

Lucknow Woman Dies After Falling Off Chair In Office: অফিসেই কাজ করার সময় চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ নিহত কর্মীর নাম সাদাফ ফাতিমা বলে জানা গিয়েছে ৷ বয়স ৪৫ বছর ৷

Lucknow bank employee dies of work pressure
Lucknow bank employee dies of work pressure
লখনউ: কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ফের কর্মী মৃত্যুর ঘটনা ঘটল এ দেশে ৷ এবারের ঘটনা লখনউয়ের ৷ মঙ্গলবার মৃত্যু হল এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর ৷ অফিসেই কাজ করার সময় চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ নিহত কর্মীর নাম সাদাফ ফাতিমা (Sadaf Fatima) বলে জানা গিয়েছে ৷ বয়স ৪৫ বছর ৷ তিনি ব্যাঙ্কের ওই ব্রাঞ্চে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (Additional Deputy Vice-President) হিসেবে কর্মরত ছিলেন ৷
মাত্র ক’দিন আগেই একই ধরণের মৃত্যুর ঘটনা ঘটে পুণেতে ৷ মারা যান বছর ছাব্বিশের এক তরুণী ৷ মাত্র মাস চারেক আগেই বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মগুলির মধ্যে অন্যতম EY পুণেতে কাজে যোগ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু আচমকাই এক মর্মান্তিক পরিণতিতে প্রাণ খোয়াতে হয় তাঁকে। পরিবারের অভিযোগ ছিল, ওই সংস্থায় যোগ দেওয়ার চার মাসের মধ্যেই কাজের বিস্তর চাপ ছিল ওই তরুণীর উপর। সেই কারণেই তাঁর এহেন পরিণতি হয়। কেরলের তরুণী অ্যানা সেবাস্তিয়ান পেরায়িল পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁর মা অনিতা অগাস্টিনের অভিযোগ, অ্যানার উপর রীতিমতো হাড়ভাঙা খাটনির কাজের দায়িত্ব ছিল। তার জন্যই মৃত্যু হয় তাঁর মেয়ের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lucknow Woman Death: অত্যাধিক কাজের চাপ ! অফিসেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement