Shankh Air: দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’, অনুমোদন দিল বিমান পরিবহণ মন্ত্রক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shankh Air-Upcoming Airline in India: উত্তর প্রদেশ থেকে চালু হওয়া প্রথম বিমান সংস্থা হতে চলেছে শঙ্খ এয়ার। সম্পূর্ণ সার্ভিস এয়ার লাইন সংস্থা হিসাবে কাজ করবে তারা। সংস্থার প্রধান কার্যালয় হবে লখনউ এবং নয়ডায়।
নয়াদিল্লি: দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’। কেন্দ্রীয় সরকারের বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। তবে ডিজিসিএ-এর অনুমতি এখনও মেলেনি। জানা গিয়েছে, ‘শঙ্খ এয়ার’ (Shankh Air) শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের অন্তর্গত। ছোট শহরগুলিকে এয়ার রুটে জোড়াই কোম্পানির উদ্দেশ্য।
উত্তর প্রদেশ থেকে চালু হওয়া প্রথম বিমান সংস্থা হতে চলেছে শঙ্খ এয়ার। সম্পূর্ণ সার্ভিস এয়ার লাইন সংস্থা (Full Service Airlines) হিসাবে কাজ করবে তারা। সংস্থার প্রধান কার্যালয় হবে লখনউ এবং নয়ডায়। আপাতত ঘরোয়া বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থা।
advertisement
advertisement
প্রাথমিকভাবে যে সব শহরে চাহিদা বেশি কিন্তু এয়ারলাইন সীমিত সেখান থেকে কাজ শুরু করতে চাইছে শঙ্খ এয়ার। যেমন লখনউ, বারাণসী, গোরখপুরের মতো শহর। বিশেষজ্ঞরা মনে করছেন, এই এয়ারলাইন্স চালু হলে ইন্ডিগোর মতো ছোট এয়ারলাইন্স সংস্থাগুলি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
advertisement
শঙ্খ এয়ারের মালিক শ্রাবণ কুমার বিশ্বকর্মা। মাস কয়েক আগেই বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এবার নতুন এয়ারলাইন সংস্থা চালুর খবর সামনে এল। শ্রাবণ ছাড়াও কোম্পানিতে আরও দুই জন ডিরেক্টর রয়েছেন। তাঁরা হলেন অনুরাগ ছাবরা এবং কৌশিক সেনগুপ্ত।
advertisement
প্রসঙ্গত, শ্রাবণ শঙ্খ এজেন্সি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি শুরু করেছিলেন ২০২২ সালে। এই সংস্থা মূলত নির্মাণ সামগ্রী, সীসা, সিরামিকের কাজ করে। প্রধান কার্যালয় লখনউতে। কোম্পানির দাবি, গ্রাহককে সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য।
বলে রাখা ভাল, মাত্র ১১ মাস আগে গোমতীনগরের ঠিকানায় রেজিস্ট্রেশন করেছে শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড। কোম্পানির কর্পোরেট শনাক্তকরণ নম্বর হল U51100UP2023PTC191522৷ রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC কানপুর)-এ বেসরকারি হিসাবে শ্রেণীবদ্ধ এই কোম্পানির শেয়ার মূলধন হল ৫০ কোটি টাকা। প্রাথমিকভাবে তারা নিউ জেনারেশনের বোয়িং 737-800NG ন্যারো বডি প্লেন চালানোর পরিকল্পনা করেছে। আপাতত উড়োজাহাজ লিজ দেওয়া কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবা শুরু করবে ‘শঙ্খ এয়ার’।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2024 10:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Shankh Air: দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’, অনুমোদন দিল বিমান পরিবহণ মন্ত্রক