অতিমারীতে অনলাইনে প্রেম! ব্রাজিলের যুবতী পেলেন ভারতীয় 'বর'! অনুপ্রেরণা পাবেন আপনিও

Last Updated:

Love Story: এ যেন সংস্কৃতির বেড়াজাল ভেঙে ভালবাসার উদযাপন; ভারতীয় যুবকের সঙ্গে ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমকাহিনি মুগ্ধ করল নেটিজেনদের।

News18
News18
ভারতীয় যুবকের প্রেমে পড়েছিলেন ব্রাজিলের এক যুবতী। নিজেদের প্রেম-সম্পর্ক, বিয়ের গল্প এবং সাংস্কৃতিক মেলবন্ধনের গল্পই ভাগ করে নিয়েছেন তিনি। যা সকলের মন ছুঁয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে একটি পোস্টে তাইনা শাহ নামে ওই ব্যবহারকারী আসলে নিজের প্রেমের গল্প ভাগ করে নিয়েছেন। শুধু তা-ই নয়, নিজের গুজরাতি স্বামীর কথাও তুলে ধরেছেন।
তাইনা নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন যে, “আমরা আমাদের বহুসংস্কৃতিক প্রেমের গল্প ভাগ করে নিই, ট্যাবু ভাঙি এবং বর্ণবাদ সম্পর্কে খোলা মনের মানুষদের জন্য কথা বলি। আমরা এমন একটি ভালবাসা উদযাপন করি, যা বিভিন্ন সংস্কৃতি অতিক্রম করে। তার পাশাপাশি নানা রকম স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করে এবং অন্যদের বৈচিত্র্যকে সাদরে আলিঙ্গন করতেও অনুপ্রাণিত করে।”
advertisement
advertisement
সেই পোস্টে তাইনা বলেছেন যে, কোভিড ১৯ অতিমারীর সময়ে ২০২০ সালে প্রথমবারের জন্য অনলাইনে আলাপ হয়েছিল তাঁদের। আর প্রেমের টানে ব্রাজিলে পাড়ি দিয়েছিলেন তাইনার বর্তমান স্বামী। তখনই প্রথম সাক্ষাৎ হয়েছিল। যদিও কোভিড অতিমারীর ভ্যাকসিন তখনও আসেনি।
advertisement
তাইনা আরও লিখেছেন যে, “আমরা প্রেমে পড়েছিলাম। আর সাক্ষাতের ৫ মাস পরেই আমরা বিয়ে করে নিয়েছিলাম।” আর সেই বিয়ের আসরটা বসেছিল ব্রাজিলেই। তবে তাইনার ভারতীয় স্বামীর পরিবার এই সম্পর্ককে গোড়া থেকেই মেনে নিয়েছিল। আর নবদম্পতির পাশে থেকে প্রচুর আশীর্বাদও দিয়েছিল।
তাইনা লিখেছেন, “আমাদের ভিন্ন সংস্কৃতি। কিন্তু আমাদের মূল্যবোধ একই। আমাদের ভালবাসা আর শ্রদ্ধা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। আমাদের দু’টি আত্মাকে মিলিয়ে দেওয়ার জন্য আমি ব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ।” সেই পোস্টে হাজার হাজার লাইক পড়েছে, সঙ্গে এসেছে শয়ে শয়ে কমেন্টও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও আনন্দিত এই পোস্টকে ঘিরে। এমনকী তাঁদের অভিনন্দনও জানিয়েছেন।
advertisement
এক ব্যবহারকারী লিখেছেন যে, “ভালবাসা ভালবাসাই হয়, সে যত দূরত্বই থাকুক না কেন! আপনাদের দু’জনকেই অভিনন্দন।” অন্য একজন নেটাগরিক আবার লিখেছেন, “সত্যিকারের ইতিবাচক পোস্ট। ছবিতে থাকা সকলেই অত্যন্ত সুন্দর। সত্যিই কী সুন্দর! ভারত থেকে রইল অনেক অনেক আশীর্বাদ।”
এখানেই শেষ নয়, তৃতীয় এক নেটাগরিক বলেছেন যে, “কী উষ্ণ প্রেমকাহিনি! আমি আশা করি যে, ওঁদের ভালবাসা বছরে বছরে আরও বাড়বে। আপনাদের দু’জনকে ভালবাসা, হাসি-আনন্দ এবং সুস্বাস্থ্যে ভরা দীর্ঘ জীবনের শুভেচ্ছা জানাচ্ছি।” চতুর্থ নেটিজেন আবার লিখেছেন যে, “অভিনন্দন, বিয়ের দিনে আপনাকে সত্যিই সুন্দর দেখাচ্ছিল।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অতিমারীতে অনলাইনে প্রেম! ব্রাজিলের যুবতী পেলেন ভারতীয় 'বর'! অনুপ্রেরণা পাবেন আপনিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement