Lottery Winning: লটারিতে ছিল বিশেষ এই দুই সংখ্যা, কী কপাল! ৩৩ কোটির জ্যাকপট পেলেন রাজীব

Last Updated:

Lottery Winning: আবু ধাবিতে থেকে কাজ করেন রাজীব। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: কপাল বলে একেই। আবু ধাবিতে বিগ টিকিস সাপ্তাহিক লটারিতে জ্যাকপট প্রাইজ ১৫ মিলিয়ন দিরহাম অর্থাৎ ৩৩ কোটি টাকা জিতলেন এক ভারতীয়। বিজয়ীর নাম রাজীব আরিক্কাত। খালিজ টাইমস অনুযায়ী, ব়্যাফেল ড্র নম্বর ২৬০ এর সময় সেই ভারতীয় ০৩৭১৩০ নম্বর বিজয়ী টিকিট পেয়েছিলেন।
আবু ধাবিতে থেকে কাজ করেন রাজীব। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এক সন্তানের বয়স পাঁচ, অন্যজনের বয়স আট। বিজয়ী টিকিট কেটেছিলেন তাঁর নিজের সন্তানদের জন্মদিনের নম্বর মিলিয়ে। ভাগ্যের এই আকস্মিক পরিবর্তনের কারণে রীতিমতো আত্মাহারা রাজীব।
আরও পড়ুন: শীত চলে গেলে পাওয়া কঠিন; বাজার থেকে সঞ্চয় করে রাখুন এই শাক, ওজন কমাতে একেবারে সিদ্ধহস্ত!
সূত্রের খবর তিনি পুরস্কারের অর্থ ১৯ জনের সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি গত ১০ বছর ধরেই অনলাইনে কাজ করছেন। তিনি ৩ বছর ধরে লটারির টিকিট কাটছেন। এই প্রথম তিনি জিতেছেন বলেও জানিয়েছেন।
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী ৭ ও ১৩ নম্বর টিকিট বেছে নিয়েছিলেন। দুটি তাঁর সন্তানদের জন্মদিন। দুই মাস আগেই তাঁরা এই টিকিট কেটেছিলেন বলেও জানিয়েছেন। তাতেই তিনি লটারি জিতেছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lottery Winning: লটারিতে ছিল বিশেষ এই দুই সংখ্যা, কী কপাল! ৩৩ কোটির জ্যাকপট পেলেন রাজীব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement