Longest Kissing Couple: শিথিল মনের টান! ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে একটানা চুম্বনের বিশ্বরেকর্ডের পরও বিয়ে ভাঙল দম্পতির

Last Updated:

Longest Kissing Couple: এই দম্পতির বিচ্ছেদ ঘোষণার ফলে অনেক ভক্ত হতাশ হয়ে পড়েছেন। যদিও তাঁরা তাঁদের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি৷ জানিয়েছেন যে তাঁরা সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
২০১৩ সালে ৫৮ ঘণ্টা ৩৫ মিনিটের চুম্বনের মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিলেন থাই দম্পতি এক্কাচাই এবং লাকসানা তিরানারাত৷ চুম্বনের জোরে শিরোনামে আসা এই দম্পতি তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেছেন৷ এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-তে। দীর্ঘতম চুম্বনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই প্রাক্তন দম্পতি একসময় তাঁদের অসাধারণ ধৈর্য এবং প্রতিশ্রুতির গুণে বিশ্বকে মোহিত করেছিলেন। তাঁদের এই রেকর্ড ভাঙার কৃতিত্বের জন্য কেবল অটল নিষ্ঠার প্রয়োজন ছিল না, বরং শারীরিক স্থিতিস্থাপকতারও প্রয়োজন ছিল৷ কারণ তাঁরা পুরো চ্যালেঞ্জের সময় না ঘুমিয়ে চুম্বনে আবদ্ধ ছিলেন। এই কৃতিত্ব তাঁদের মিডিয়ার স্পটলাইটে নিয়ে যায়৷ পরবর্তীতে তাঁদের ভালবাসা এবং ভক্তির প্রতীক করে তোলে।
এই দম্পতির বিচ্ছেদ ঘোষণার ফলে অনেক ভক্ত হতাশ হয়ে পড়েছেন। যদিও তাঁরা তাঁদের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি৷ জানিয়েছেন যে তাঁরা সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। “ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই ব্যক্তিগত পরিবর্তনটি ভাগ করে নিচ্ছি,” একটি পডকাস্টে বলেন এক্কাচাই৷ স্বীকার করেন যে তাঁদের একসঙ্গে যাত্রা বেশ কিছু মধুর স্মৃতিতে ভরা ছিল, তবে এখন আলাদা দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও, তারা পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণভাবে তাঁদের সন্তানদের সহ-পালনের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।
advertisement
advertisement
এক্কাচাই ১২ বছর আগের সেই চুম্বন প্রতিযোগিতার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। প্রতিযোগিতার কঠোর নিয়মকানুন কী ভাবে তাঁদের অভিজ্ঞতাটিকে আরও উপভোগ্য করে তুলেছিল তা স্মরণ করেছেন তিনি। তিনি জানান, প্রতিযোগীদের শৌচাগারে যাওয়ার সময়ও ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে করতেই যেতে হত। তিনি আরও বলেন, ‘‘আমি খুবই গর্বিত। এই অভিজ্ঞতা জীবনে এক বারই পাওয়া যায়। আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি এবং আমরা যা পেয়েছি তার ভাল স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছি।’’
advertisement
আরও পড়ুন : যখন তখন ট্রেনের চেন টানার অভ্যাস আছে আপনার? একবার ধরা পড়লে কী শাস্তি অপেক্ষা করছে, জেনে নিন
তবে এটাই প্রথম নয়৷ তার আগেও দীর্ঘ চুম্বনের স্বীকৃতি পেয়েছেন তাঁরা৷ ২০১১ সালেও ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে চুম্বন করে প্রতিযোগিতা জিতেছিলেন তাঁরা। মজার বিষয় হল, ২০১৩ সালে তাঁরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনাই করেননি প্রথমে। লাকসানা সেই সময়ে অসুস্থতা থেকে সেরে উঠেছিলেন এবং এক্কাচাই তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সময়ে প্রায় ১ হাজার ২০০ পাউন্ড এবং একটি হিরের আংটির পুরস্কারের জন্য তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু নিরবচ্ছিন্ন সেই চুম্বনের টানও এ বার শিথিল হল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Longest Kissing Couple: শিথিল মনের টান! ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে একটানা চুম্বনের বিশ্বরেকর্ডের পরও বিয়ে ভাঙল দম্পতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement