লক্ষ্মীপুজোয় তুলসিপাতা একদম নয়, ভুলেও নয়, আসল কারণ জেনে নিন . . .

Last Updated:

সংসার সুখের হয় রমণীর গুণে . . . বৃহস্পতিবার বা গুরুবারে সন্ধেবেলায় প্রতিটি গৃহস্থে গৃহবধূরা মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে পড়ে থাকেন লক্ষ্মীর পাঁচালিও ৷

#কলকাতা: প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার প্রতিটি গৃহস্থে লক্মীপুজো হয়েই থাকে ৷ সকালবেলায় অনেকে পুজো করে থাকেন সাধারণ ভাবেই ৷ জল মিষ্টি, ফল-ফুল দিয়েই অনেক সকালে লক্ষ্মীর ঘট পেতে সন্ধেবেলা পাঁচালি পড়ে থাকেন ৷ অনেকে আবার ঘট পাতেন সন্ধেবেলাতেই, তারপরেই মা লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকেন ৷
লক্ষ্মীর ঘট জলপূর্ণ তাতে একটি গোটা আমপল্লব ও সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন এেঁকে ধান ও দূব্বা দিয়ে স্থাপন করতে হয় ৷ তবে লক্মীপুজোয় ভুল করে কখনও তুলসি পাতা ব্যবহার করবেন না ৷ বেলপাতাতেই মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হয় থাকে ৷ পুরাণ মতে তুলসি হলেন মা লক্ষ্মীর সতীন ৷ তাই দুই সতীনে চুলোচুলি হবে বলেই লক্ষ্মীপুজোয় কখনই তুলসি পাতা প্রয়োজন হয়না ৷ জীবনের যাবতীয় সুখের মুখ দেখতে হলে সন্তুষ্ট করতে হবে মা লক্ষ্মীকে ৷ তুলসিও নারায়ণের আশীর্বাদধন্য বলেই গঙ্গাজল ও তুলসি পাতা অত্যন্ত পবিত্র উপকরণ যা পুজোয় লাগে ৷
advertisement
advertisement
সংসার সুখের হয় রমণীর গুণে . . . বৃহস্পতিবার বা গুরুবারে সন্ধেবেলায় প্রতিটি গৃহস্থে গৃহবধূরা মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে পড়ে থাকেন লক্ষ্মীর পাঁচালিও ৷ লক্ষ্মমীর এই পাঁচালি পড়লে সংসারে শান্তি আসবে, মা লক্ষ্মীর কৃপার বাড়বে ঐশ্বর্য, স্বামী-স্ত্রীর বনিবনা হবে ঠিকঠাক, মিলবে মত ৷ সন্তানের উপর মা লক্ষ্মীর কৃপা থাকলে জীবনে তাঁরা দুঃখ কষ্টের মুখোমুখি হবেনা ৷
advertisement
প্রকৃত ভাবে সবাইতো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয়না ৷ জানিনা বলে যা লোকে সত্যি কিনা ? কপালে সবার নাকি সুখ সহেনা ৷ সুখ আসে যায় তবে সুখকে ধরে রাখতে হলে একমাত্র মা লক্ষ্মীর শরণার্থী হতে হবে ৷ মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীর পুজো করুন সঙ্গে পড়ুন পাঁচালিও ৷ আপনার ভাল হবেই হবে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লক্ষ্মীপুজোয় তুলসিপাতা একদম নয়, ভুলেও নয়, আসল কারণ জেনে নিন . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement