লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই

Last Updated:

লক্ষ্মী মানে শুধুই অর্থ, প্রতিপত্তি নয় ৷ যেমন অর্থ থাকলেই সুখ পাওয়া যায় না, তেমনি লক্ষ্মী আর্শিবাদ থাকলেই সকল সুখের অধিকারি হওয়া যায় না ৷ লক্ষ্মীর কৃপা মানে, সংসারে সমৃদ্ধি লাভ, খুশির ঝলক, সর্বদা সুখের আশ্রয় ৷

#কলকাতা: লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ-সমৃদ্ধি মোটেই সম্ভব নয় ৷ বহু উদাহরণ রয়েছে বিশ্বে, যেখানে কঠোর পরিশ্রম করেও বহু মানুষ লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আবার অনেকেই অল্প পরিশ্রমেই লক্ষ্মীর আর্শিবাদে ধন্য হচ্ছেন ৷
লক্ষ্মী মানে শুধুই অর্থ, প্রতিপত্তি নয় ৷ যেমন অর্থ থাকলেই সুখ পাওয়া যায় না, তেমনি লক্ষ্মী আর্শিবাদ থাকলেই সকল সুখের অধিকারি হওয়া যায় না ৷ লক্ষ্মীর কৃপা মানে, সংসারে সমৃদ্ধি লাভ, খুশির ঝলক, সর্বদা সুখের আশ্রয় ৷
advertisement
advertisement
বৃহস্পতিবারকেই সাধারণত লক্ষ্মীবার বলা হয়ে থাকে ৷ তবে লক্ষ্মীপুজো সপ্তাহে রোজই করা যায় ৷ কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একটু স্পেশাল ৷
তা কীভাবে লক্ষ্মীকে খুশি করবেন?
১) ঠাকুরঘরে লক্ষ্মী প্রতিমা বা ঘটের সামনে রোজই সাধ্যমতো পয়সা জমানোর একটি ঘট রাখুন ৷ অল্প অল্প করে সেই ঘটে রোজ কিংবা প্রত্যেক বৃহস্পতিবার অর্থ ঢালুন ৷
advertisement
২) শুধু সন্ধেতে নয়, বৃহস্পতিবার সকাল থেকেই লক্ষ্মী প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ৷
৩) লক্ষ্মীপুজোর ঘটে আমের পল্লব ও লালজবা দিতে ভুলবেন না ৷
৪) বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়ুন ৷
৫) বাড়ির গৃহিণীরা সময় করে পায়ে আলতাও পরতে পারেন ৷ তবে যারা চাকুরিজীবি, তাঁরা না হয় ‘মা লক্ষ্মী নমঃ’ এই মন্ত্র জপ করুন যখনই সময় পাবেন ৷ এই মন্ত্র পুরুষরাও জপ করতে পারেন ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement